সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (CCIL) ভিন্ন ভিন্ন ক্ষেত্রে শিক্ষানবিশ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ১০০
ফিটার:– ২৫ পদ
ইলেকট্রিশিয়ান:- ২০ পদ
ওয়েল্ডার (গ্যাস এবং ইলেকট্রিক):- ১০ পদ
টার্নার/মেকানিস্ট:- ১৫ পদ
ইন্সট্রুমেন্ট মেকানিক:- ১০ পদ
মেকানিক্যাল ডিজেল:– ১০ পদ
ছুতার:– ০২ পদ
প্লাম্বার:- ০২ পদ
ডাটা এন্ট্রি অপারেটর:- ০৬ পদ
কর্মস্থান:- তেলেঙ্গানা, বিভিন্ন শহর
আবেদন পদ্ধতি:-ডাকযোগের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন পত্র পাঠাতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীদের ন্যূনতম ৫০ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, এবং আবেদনকারীর কর্মক্ষেত্র অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে ITI সার্টিফিকেট থাকতে হবে এবং ন্যূনতম ৬০ শতাংশ প্রাপ্ত নম্বরের সঙ্গে NCVT (ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং) উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা:- ১৮-২৫বছর (২০/০১/২০২১ অনুসারে)
SC/ST দের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং OBC দের জন্য সর্বোচ্চ ববয়সসীমায় ৩ বছরের ছাড়।
নির্বাচন পদ্ধতি:- যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে মেট্রিক এবং ITI পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ঠিকানায় ডাক যোগে আবেদনপত্র পাঠাতে পারেন প্রয়োজনীয় নথিপত্র সহযোগে।
ঠিকানা:- তন্দুর সিমেন্ট ফ্যাক্টরি, করনকোটে গ্রাম, তন্দুর মন্ডল, ভিকারাবাদ জেলা, তেলেঙ্গানা- ৫০১১৫৮
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.cciltd.in
ডাক যোগে আবেদনের সর্বশেষ তারিখ:- ২১/০১/২০২১
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (CCIL) এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন
- ভর্তুকিহীন রেশন কার্ড পশ্চিমবঙ্গ (ফর্ম ১০) অনলাইনে আবেদন করুন
- আপনার বাইক বা গাড়িতে নমিনি কীভাবে যুক্ত করবেন অনলাইনে
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩