Skip to content

২২১৩ বিহার পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস কমিশন (BPSSC) কর্তৃক পুলিশ সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে নিয়োগ

বিহার পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস কমিশন (BPSSC) পুলিশ সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

পদ সংখ্যা:– ২২১৩

কর্মস্থান:- বিহার

আবেদন পদ্ধতি:- অনলাইন

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

যোগ্যতা:-

  • আবেদনকারীকে নূন্যতম কোন প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হতে হবে।
  • উচ্চতা:- ন্যূনতম ১৬৫ সেন্টিমিটার (SC/ST দের জন্য নূন্যতম ১৬০ সেন্টিমিটার) এবং মহিলাদের ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার।
  • ছাতি ন্যূনতম ৮১ সেন্টিমিটার হতে হবে।

সর্বোচ্চ বয়সসীমা:- আবেদনকারী সর্বোচ্চ ৩৭ বছর বয়স্ক হতে পারে।

মাসিক বেতন:- ৩৫,৪০০- ১,১২,৪০০/-

নির্বাচন পদ্ধতি:-

আবেদনকৃত নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা, এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে।

আবেদন পদ্ধতি:-

যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- www.bpssc.bih.nic.in

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ৭০০ টাকা দিতে হবে। SC,ST এবং মহিলা আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৪০০ টাকা।

উল্লেখযোগ্য তারিখ:-

অনলাইনে আবেদনের সূচনা:- ১৬/০৮/২০২০
অনলাইনে আবেদনের সমাপ্তি:- ২৪/০৯/২০২০

এই চাকরির ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন বিহার পুলিশ সাব অর্ডিনেট সার্ভিস কমিশন (BPSSC) এর অফিশিয়াল ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি

আবেদন করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন