Skip to content

পশ্চিমবঙ্গ BDO/SDO/DM ইনকাম সার্টিফিকেট ২০২৩ – যোগ্যতা, কিভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট একটি সরকারি নথি যেটিকে আপনার বা আপনার পরিবারের বার্ষিক আয় এর প্রমানপত্র হিসেবে ব্যবহার করা হয়।

পশ্চিমবঙ্গে এই নথি সরকারের দ্বারা ইস্যু করা হয় ও একটা ব্যক্তি বা তার পরিবারের সমস্ত রকম সূত্র থেকে বার্ষিক আয় দেখানো হয়।

এই নথিপত্র বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা কলেজে ও স্কুলে ভর্তি হওয়ার সময় বা বিভিন্ন রকম প্রকল্পের আবেদন করার জন্য কাজে লাগে।

আজে এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট সম্বন্ধে নিচে দেওয়া বিষয়গুলি জানতে পারবেন।

এবার চলুন বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য,

  1. আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস – পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট ২০২১

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য আপনার চেয়ে ডকুমেন্টস লাগবে সেগুলি হল,

  1. বাসস্থানের প্রমাণ (যেমন আধার কার্ড, রেশন কার্ড)
  2. ইনকামের প্রমাণ (যেমন সেলারি সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত বা নগর নিগাম থেকে কোন যজ্ঞ প্রমাণ, ইনকাম ট্যাক্স জমা দেওয়ার নথি, ইত্যাদি)
  3. পাসপোর্ট সাইজ ফটো

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট পাওয়ার ফিস

ইনকাম সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হয় আপনি নতি সহজে অনলাইনে আবেদন করে পেয়ে যাবেন।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেটের আবেদন পদ্ধতি

ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য,

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টালে যান।
  2. নিউ রেজিস্ট্রেশন অপশনটি রোবট ক্লিক করে নিজেকে রেজিস্টার করুন।
  3. এবার প্রধান স্ক্রিনে গিয়ে লগইন করুন।
  4. আপনার আগে থেকে রেজিস্টার করা থাকলে আপনি সোজাসুজি লগইন করতে পারেন।
  5. এর পর সার্টিফিকেট অপশনটিতে ক্লিক করুন ও তারপর ক্লিক করুন ইনকাম সার্টিফিকেট।
  6. একটু নিচের দিকে স্ক্রল করে যান ও “এপ্লাই” বোতামটিতে ক্লিক করুন।
  7. আপনার সামনে ইনকাম সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম টি খুলে যাবে।
  8. সমস্ত তথ্যগুলি সঠিকভাবে ভরে দিন।
  9. এইবার চেক বক্সে ক্লিক করে “Save and Next” বোতামটিতে ক্লিক করুন।
  10. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। নিজের জমা দেওয়া তথ্য গুলি যাচাই করে নিন।
  11. কোন ভুল থাকলে “Edit Application” এ ক্লিক করে সেটি ঠিক করে নিতে পারেন।
  12. যদি সব ঠিক থাকে তাহলে “Attach supporting documents” বোতামটি ক্লিক করুন।
  13. নির্দিষ্ট জায়গায় ডকুমেন্টস গুলি আপলোড করে দিন।
  14. এইবার “Save and Next” বোতামটিতে ক্লিক করুন।
  15. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। নিজের জমা দেওয়া তথ্য গুলি যাচাই করে নিন।
  16. কোন ভুল থাকলে “Edit Application” এ ক্লিক করে সেটি ঠিক করে নিতে পারেন।
  17. যদি কোন ভুল না থাকে তবে “Submit” বোতামে ক্লিক করে দিন।

আপনার অ্যাপ্লিকেশন ফি জমা পড়ে যাবে আপনার সামনে একটি একনলেজমেন্ট পেজ খুলে যাবে।

এই অকনোলিজমেন্ট পেজ টির একটি প্রিন্ট আউট নিয়ে সেটিকে রেখে দিন।

ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবেন

আপনার ইনকাম সার্টিফিকেটের আবেদন এর স্ট্যাটাস চেক করার জন্য,

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টালে যান।
  2. আপনার একাউন্টে লগইন করুন।
  3. এর পর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনটিতে ক্লিক করুন।
  4. আপনারা আবেদনের স্ট্যাটাসটি আপনার সামনে চলে আসবে।

ইনকাম সার্টিফিকেট পেতে কতক্ষণ সময় লাগে

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট পেতে ৭ দিন মত সময় লাগবে আবেদন জমা দেওয়ার পরে।

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন

পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার অপশন দেওয়া হয়।

আপনার ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করার জন্য,

  1. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের e-district পর্টালে যান।
  2. নিজের একাউন্টে লগইন করুন।
  3. তার পর অ্যাপ্রুভ ডকুমেন্টস এর উপর ক্লিক করুন ও তারপর ইনকাম সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
  4. ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লিকেশন একনলেজমেন্ট নাম্বারটি এন্টার করে সার্চ করুন।
  5. আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।
  6. ডাউনলোড প্রথম টিতে ক্লিক করে ইনকাম সার্টিফিকেট টি ডাউনলোড করে নিন।

এফ.এ.কিউ

পশ্চিমবঙ্গ ইনকাম সার্টিফিকেট কি বিনামূল্যে পাওয়া যাই?

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট পশ্চিমবঙ্গ সরকারের e-district পোর্টাল থেকে বিনামূল্যে পাওয়া যাই।

ইনকাম সার্টিফিকেট পেতে কতদিন সময় লাগে?

পশ্চিমবঙ্গে ইনকাম সার্টিফিকেট প্রায় ৭ দিন মতো সময় লাগে আবেদন করার পর।


সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট প্রকল্প সম্মন্দে পড়ুন