Skip to content

পরের সপ্তাহে শুরু হতে চলেছে আসানসোল – শিয়ালদাহ ইন্টারসিটি এক্সপ্রেস

দুর্গাপুর: পূর্ব রেল, কলকাতা এবং আসানসোল ও দুর্গাপুরের শিল্পাঞ্চলের মধ্যে অনেক নতুন ট্রেনগুলিকে সবুজ সংকেত দিচ্ছে।

আসানসোল – শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস প্রায় ১২ মাস পরে ২২ এ মার্চ ২০২১ থেকে পুনরায় চালু হতে চলেছে।

কিছু দিন আগে আসানসোল – দুর্গাপুর – বর্ধমান রুটে ৬ টি নতুন মেমু ট্রেন শুরু হয়েছিলময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জেরও হাওড়া – রামপুরহাট রুটে দুর্গাপুর হয়ে শুরু হয়েছে ।

ইন্টারসিটি এক্সপ্রেসটি বর্তমানে আসানসোল – শিয়ালদা – আসানসোল স্পেশাল হিসাবে নামকরণ করা হয়েছে এবং একটি স্পেশাল ট্রেন হিসাবে চলবে।

ইন্টারসিটি এক্সপ্রেসের সময়সূচিতে সামান্য পরিবর্তন রয়েছে। ট্রেনটি আগে শিয়ালদহ ছেড়ে যেত বিকেল ৫ টা তে, তবে এখন এটি ১০ ​​মিনিট দেরিতে অর্থাৎ ৫ টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

আসানসোল – শিয়ালদাহ – আসানসোল স্পেশাল ট্রেনের সময়সূচি

ASN – SDHTIMESDH – ASNTIME
ASANSOL06:45SEALDAH17:10
RANIGANJ07:02BARRACKPORE17:37
ANDAL JN07:11NAIHATI17:54
DURGAPUR07:25BANDEL18:21
BARDDHAMAN08:17BARDDHAMAN19:19
BANDEL09:27DURGAPUR20:04
NAIHATI09:49ANDAL JN20:25
BARRACKPORE10:07RANIGANJ20:35
SEALDAH10:45ASANSOL21:05

আইআরসিটিসি ওয়েবসাইট এবং টিকিট কাউন্টারে 20.03.2021 থেকে টিকিট বুকিং করা যাবে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন