Skip to content

১ ডিসেম্বর থেকে আসানসোল ডিভিশন এ চালু হচ্ছে স্পেশাল ট্রেন

দূর্গাপুর: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আসানসোল ডিভিশন এ চালু হচ্ছে ট্রেন।

ধানবাদ থেকে হাওড়া অব্দি চলবে এই ট্রেন বলে জানা যাচ্ছে।

আপাতত এই ট্রেনটি স্পেশাল ট্রেন বলেই চালানো হবে ১ ডিসেম্বর থেকে। এর পর আস্তে আস্তে লোকাল ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানান হয়েছে।

ট্রেনটি সকালে ধানবাদ থেকে ছেড়ে হাওড়া আসবে ও বিকেলে হাওড়া থেকে ছেড়ে রওনা হবে ধানবাদ এর পথে।

আরো জানা গেছে, কোলফিল্ড এক্সপ্রেস যে সময়সূচি মেনে চলতো, সেই সময়সূচি মেনেই চলবে এই স্পেশাল ট্রেনটি।

ধানবাদ থেকে ভোর ৫.৫০ এ ছেড়ে ট্রেনটি আসানসোল এসে পৌঁছাবে ৭টাই। দুর্গাপুর এ সেটি এসে পৌঁছাবে ৭.৪৮ নাগাদ।

১ ডিসেম্বর হাওড়া থেকে ছাড়বে এই স্পেশাল ট্রেন। ২ রা ডিসেম্বর থেকে এটি চলবে ধানবাদ – হাওড়া – ধানবাদ।

এছাড়াও বিভিন্ন রুটে আরো ৭ টি স্পেশাল ট্রেন চালু করছে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন