Skip to content

মোট ৩৭৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ বেনারস লোকোমোটিভ ওয়ার্কস এর

বেনারস লোকোমোটিভ ওয়ার্কস মোট ৩৭৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ৩৭৪

ITI Seats:-

  • ফিটার:- ১০৭ পদ
  • কার্পেন্টার:- ০৩ পদ
  • পেইন্টার:- ০৭ পদ
  • মেকানিস্ট:- ৬৭ পদ
  • ওয়েল্ডার:- ৪৫ পদ
  • ইলেকট্রিশিয়ান:- ৭১ পদ

Non- ITI Seats:-

  • ফিটার:- ৩০ পদ
  • মেকানিস্ট:- ১৫ পদ
  • ওয়েল্ডার:- ১১ পদ
  • ইলেকট্রিশিয়ান:- ১৮ পদ

কর্মস্থান:– উত্তর প্রদেশ, বেনারস

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:– Non-ITI পদপ্রার্থীদের জন্য দশম শ্রেণী উত্তীর্ণ, এবং ITI পদপ্রার্থীদের জন্য দশম শ্রেণী উত্তীর্ণ এবং ITI সার্টিফিকেট।

মাসিক বেতন:- ₹৩,০০০-₹৪,০০০/-

বয়স সীমা:১৫-২৪ বছর

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে  আবেদন করতে পারেন।

আবেদন করার আগে, তাদের শিক্ষানবিস হিসেবে নাম নথিভূক্ত করতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://blwactapprentice.in

নাম নথিভুক্ত করার জন্য ক্লিক করুন এখানে:- http://www.apprenticeship.gov.in

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ১৫/০২/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন বেনারস লোকোমোটিভ ওয়ার্কস-এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন