বেনারস লোকোমোটিভ ওয়ার্কস মোট ৩৭৪ টি শূন্যপদে শিক্ষানবিশ নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ৩৭৪
ITI Seats:-
- ফিটার:- ১০৭ পদ
- কার্পেন্টার:- ০৩ পদ
- পেইন্টার:- ০৭ পদ
- মেকানিস্ট:- ৬৭ পদ
- ওয়েল্ডার:- ৪৫ পদ
- ইলেকট্রিশিয়ান:- ৭১ পদ
Non- ITI Seats:-
- ফিটার:- ৩০ পদ
- মেকানিস্ট:- ১৫ পদ
- ওয়েল্ডার:- ১১ পদ
- ইলেকট্রিশিয়ান:- ১৮ পদ
কর্মস্থান:– উত্তর প্রদেশ, বেনারস
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:– Non-ITI পদপ্রার্থীদের জন্য দশম শ্রেণী উত্তীর্ণ, এবং ITI পদপ্রার্থীদের জন্য দশম শ্রেণী উত্তীর্ণ এবং ITI সার্টিফিকেট।
মাসিক বেতন:- ₹৩,০০০-₹৪,০০০/-
বয়স সীমা:– ১৫-২৪ বছর
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদন করার আগে, তাদের শিক্ষানবিস হিসেবে নাম নথিভূক্ত করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://blwactapprentice.in
নাম নথিভুক্ত করার জন্য ক্লিক করুন এখানে:- http://www.apprenticeship.gov.in
অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ১৫/০২/২০২১
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন বেনারস লোকোমোটিভ ওয়ার্কস-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS