আসাম পাবলিক সার্ভিস কমিশনের ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।
মোট কর্মখালি:- ৫৭৭
কর্মস্থান:- আসাম
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের উপর চোখ রাখুন।
যে পদে নিয়োগ:-
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) [পঞ্চায়েত এবং গ্রামাঞ্চল উন্নয়ন মন্ত্রক]:-
কর্মখালি:- ২২২
শিক্ষাগত যোগ্যতা:- সরকারি প্রতিষ্ঠান থেকে B.E অথবা সমতুল্য সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রী।
মাসিক বেতন:- ৩০,০০০- ১,১০,০০০/-
জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল) [পঞ্চায়েত এবং গ্রামাঞ্চল উন্নয়ন মন্ত্রক]:-
কর্মখালি:- ৩৪৪
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা অথবা ডিগ্রী।
মাসিক বেতন:- ৩০,০০০- ১,১০,০০০/-
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট [জনকল্যাণ মন্ত্রক]:-
কর্মখালি:- ১১
শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো সরকারি প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার এর উপর ব্যাচেলর্স ডিগ্রি।
মাসিক বেতন:- ১৪,০০০-৬০,৫০০/-
নির্বাচন পদ্ধতি:-
আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউয়ের দিন এবং স্থান যোগ্য আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.apsc.nic.in/
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সমাপ্তি:- ১৭/০৮/২০২০
এই চাকরির সমন্ধে বিশদে জানতে চোখ রাখুন আসাম পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন