করোনার সংক্রমণ সারা দেশে এক ভয়াবহ আকার ধারণ করেছে।
করোনা থাবা বসিয়েছে প্রায় সমস্ত এলাকায়।
গোটা ভারতে ২৪ ঘণ্টার নিরিখে প্রায় গড়ে ২৫-২৬ হাজার লোক আক্রান্ত হচ্ছেন।
ভারতে টানা তিন মাস লকডাউন চলার পর অবশেষে আনলক স্টেজের কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। অনেক অফিস খুলেছে।
ফলে, স্বভাবতই কাজের সুত্রে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে অনেককে।
কিন্তু, তাতে সংক্রমনের আশঙ্কা কমছে তো না, উল্টে বাড়ার সম্ভবনা আরো। নিরুপায় হয়েই অগত্যা বিপদকে সঙ্গী করে জনসমক্ষে বেরোতে হচ্ছে আমজনতাকে।
তাই সংক্রমণের হাত থেকে নিজেদের বাঁচাতে কিছু সতর্কতামূলক ব্যাবস্থা অবলম্বন করা জরুরি।
কি সেই সতর্কতামূলক ব্যবস্থা?
[পেয়ে যান লেটেস্ট চাকরির খবর – ক্লিক করুন]
চলুন দেখে নেওয়া যাক ৫ টি অত্যাবশ্যক সতর্কতা যা সংক্রমণ রুখতে মেনে চলা অত্যাবশ্যক।
• বাড়ির বাইরে বেরোলে অবশ্যই নিয়ে বেরোবেন স্যানিটাইজার। কমপক্ষে ৭০ শতাংশ আইসোপ্রোপাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার উপযোগী। নির্দিষ্ট সময় অন্তর স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে নিন নিজের হাত।
• বাইরের জল না পান করাই ভালো। তাই বাড়ি থেকে জল বহন করা ভালো।
• হাতে সব সময় রাবার বা কাপড়ের তৈরি গ্লাভস পড়া আবশ্যক।
• বাইরে বেরোলে মুখে মাস্ক পড়া তো অত্যাবশ্যক। তার সাথে নিজের কাছে রাখুন ত্রিস্তর বিশিষ্ট অতিরিক্ত মাস্ক।
• মাথা সর্বদা ঢেকে রাখুন স্কার্ফ, টুপি অথবা জালি যুক্ত কাপড়ের সাহায্যে। এবং অবশ্যই ব্যাবহার করুন ফেস শিল্ড।
এই কটা কথা মাথায় রাখলেই করোনা সংক্রমণের আশঙ্কা কমে যাবে অনেকটাই।
তাই অবশ্যই এই নিয়মাবলি মেনে চলুন সংক্রমণের আশঙ্কা কমাতে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন