Skip to content

প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের পরিবারের ৪ সদস্য আক্রান্ত কোভিডে, ভর্তি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে

মুম্বাই: গতকালই করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন বলিউডের বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন

তার সাথে ভর্তি হন তার পুত্র অভিষেক বচ্চন। তার পরিবারের সদস্যদের করোনা পরীক্ষা করা হলেও, রিপোর্টের অপেক্ষায় আছেন তারা।

এই মুহূর্তে আপাতত গৃহবন্দী আছেন তারা।

এর মধ্যেই আজ সকাল ১০ টা ৪৩ নাগাদ একটি টুইটারে একটি পোস্ট করেছেন আর এক বর্ষিয়ান অভিনেতা অনুপম খের।

তিনি জানিয়েছেন, তার পরিবারের চার সদস্য করোনা পজিটিভ ধরা পড়েছেন।

অভিনেতার মা, দুলারী খের, ভাই রাজু খের, বৌদি রিমা খের, এবং ভাগ্নী বৃন্দা খের এই চারজন করোনা পজিটিভ, বলে জানিয়েছেন বর্ষিয়ান অভিনেতা।

এই মুহূর্তে তারা মুম্বাইয়ের নামজাদা হাসপাতাল, কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অভিনেতা নিজে জানিয়েছেন যে তিনিও করোনা পরীক্ষা করিয়েছেন, তবে তার রিপোর্ট নেগেটিভ।

তবুও তিনি ও তার পরিবারের বাকি সদস্যরা আপাতত নিজেদের গৃহবন্দী করেছেন।

অভিনেতার টুইট দেখে ভক্তমহলে গুঞ্জন ওঠে। তার পরিবারের সদস্যদের দ্রুত আরোগ্য কামনায় টুইট করেন অনেক ভক্ত এর সাথে নানা ভ্রান্তিপূর্ণ খবরও ঝড়ের গতিতে ছড়িয়ে পরে।

সোশাল মিডিয়ায় গুঞ্জন ওঠে যে অভিনেত্রী হেমা মালিনী করোনা আক্রান্ত হয়েছেন।

কিন্তু পরে তার মেয়ে, অভিনেত্রী এষা দেওল সোশাল মিডিয়াতে জানান যে তার মা একেবারেই সুস্থ আছেন।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন