রবিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের একটি বুলেটিন অনুযায়ী, রাজ্যে এক দিনে মোট ৮২৭ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। যা বিগত তিন মাসে সর্বোচ্চ আক্রান্ত ।
এ ছাড়াও পশ্চিম বর্ধমান এ এক দিনে আক্রান্ত হয়েছে ৩৭ জন। এখন এই জেলায় মোট সক্রিয় কেস এর সংখ্যা ২৬০।
বিগত ৫ দিন এ পশ্চিম বর্ধমান জেলা তে ১৪৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আক্রান্ত ১৬,৮৩৪ ব্যক্তির মধ্যে ১৬,৪০৪ জনই সুস্থ হয়ে উঠেছেন।
এই পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৭০ জন।
পঞ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কোলকাতাতে, ২৯২ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১৯৩ জন ।
খবরের সূত্র অনুযায়ী, হটাৎ করে পশ্চিমবঙ্গে সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতাল গুলিকে covid এর বেড সংখ্যা বাড়াতে ও তৈরী থাকতে বলা হয়েছে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023
- IRCTC ই-ওয়ালেটে কিভাবে টাকা ভোরবেন অনলাইনে জেনে নিন 2023
- IRCTC ই-ওয়ালেট রেজিস্ট্রেশন (Activate) করার অনলাইন পদ্ধতি 2023
- মাটির কথা পোর্টাল পশ্চিমবঙ্গ – সুবিধা, লাইসেন্সের আবেদন 2023