এয়ার অথরিটি অফ ইন্ডিয়ায় জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানানো হচ্ছে।
কর্মখালি:- ১৮০
কর্মস্থান:- সর্ব ভারত
আবেদন পদ্ধতি:- অনলাইন
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচের তথ্যের ওপর চোখ রাখুন।
জুনিয়র এক্সিকিউটিভ (সিভিল):-
কর্মখালি:-১৫
যোগ্যতা:-
স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি (সিভিল) বিভাগে স্নাতক (সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বরের সঙ্গে)।
সর্বোচ্চ বয়সসীমা:- ২ সেপ্টেম্বর ২০২০ এর আগে ২৭ বছর।
বেতন:- ৪০,০০০-১,৪০,০০ মাসিক।
জুনিয়র এক্সিকিউটিভ (ইলেকট্রিক্যাল):-
কর্মখালি:- ১৫
যোগ্যতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি (ইলেকট্রিক্যাল) বিভাগে স্নাতক (সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বরের সঙ্গে)।
সর্বোচ্চ বয়সসীমা:- ২ সেপ্টেম্বর ২০২০ এর আগে ২৭ বছর।
বেতন:- ৪০,০০০-১,৪০,০০ মাসিক।
যুনিয়র এক্সেকিউটিভ (ইলেকট্রনিক্স):-
কর্মখালি:- ১৫০
যোগ্যতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি (ইলেকট্রনিক্স) বিভাগে স্নাতক (সর্বনিম্ন ৬০ শতাংশ নম্বরের সঙ্গে)।
সর্বোচ্চ বয়সসীমা:- ২ সেপ্টেম্বর ২০২০ এর আগে ২৭ বছর।
বেতন:- ৪০,০০০-১,৪০,০০ মাসিক।
নির্বাচন পদ্ধতি:-
মেধার ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে, এবং এই নির্বাচন হবে ২০১৯ সালের GATE পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
ওয়েবসাইট:- https://www.aai.aero/
আবেদনকারীদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। (SC/ST/PWD/ মহিলাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য নয়)
বিস্তারিত জানুন নীচে দেওয়া বিজ্ঞপ্তি তে।
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
উল্লেখযোগ্য তারিখ:-
অনলাইন আবেদনের সূচনা:- ০৩/০৮/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ০২/০৯/২০২০
এই চাকরির ব্যাপারে বিশদে জানতে এয়ার পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023