Skip to content

মোট ১৮০ টিশূন্যপদে শিক্ষানবিশ নিয়োগ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) মোট ১৮০ টি শূন্যপদে গ্রাজুয়েট, টেকনিশিয়ান (ডিপ্লোমা) এবং ট্রেড শিক্ষানবিশ নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১৮০

  • সিভিল (গ্রাজুয়েট):- ১৬ পদ
  • সিভিল (ডিপ্লোমা):- ১৪ পদ
  • ইলেকট্রিক্যাল (গ্রাজুয়েট):- ১৬ পদ
  • ইলেকট্রিক্যাল (ডিপ্লোমা):- ১৬ পদ
  • ইলেকট্রনিক্স (গ্রাজুয়েট):- ৩৮ পদ
  • ইলেকট্রনিক্স (ডিপ্লোমা):- ২৪ পদ
  • কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি (গ্রাজুয়েট):- ০৮ পদ
  • কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি (ডিপ্লোমা):- ০৭ পদ
  • অটোমোবাইল (গ্রাজুয়েট):- ০৬ পদ
  • অটোমোবাইল (ডিপ্লোমা):- ০৪ পদ
  • এরোস্পেস (গ্রাজুয়েট):- ০৮পদ
  • এরোস্পেস (ডিপ্লোমা):- ০৮ পদ
  • ফায়ার সার্ভিস:- ০১ পদ
  • ITI ট্রেড:- ১৪ পদ

কর্মস্থান:– উত্তর ভারতের বিমানবন্দর

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:-আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অনুসারে কোন স্বনামধন্য কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে অথবা ITI/ডিপ্লোমা থাকতে হবে।

মাসিক বেতন:-

  • ট্রেড শিক্ষানবিশ:– ₹,০০০
  • ডিপ্লোমা শিক্ষানবিশ:- ₹১২,০০০
  • গ্রাজুয়েট শিক্ষানবিশ:- ₹১৫,০০০

সর্বোচ্চ বয়স সীমা:২৬ বছর

নির্বাচন পদ্ধতি:-  যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে মেধার ভিত্তিতে।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.aai.aero/

অনলাইন আবেদনের সূচনা:- ০৬/০১/২০২১

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ২৪/০২/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-এর অফিশিয়াল ওয়েবসাইটে।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন