পশ্চিমবঙ্গ পুলিশ পুরুষ এবং মহিলা সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
কর্মস্থান:– পশ্চিমবঙ্গ
পদ সংখ্যা:- ১০৮৮
আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।
শিক্ষাগত যোগ্যতা:– আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের বাংলা জানা আবশ্যক।
মাসিক বেতন:- ₹৩১,১০০-₹৮২,৯০০
বয়স সীমা:- ১৮-২৭ বছর
SC/ST/OBC দের ক্ষেত্রে সমস্ত সরকারি নিয়মাবলী মেনে বয়স সীমার ওপর ছাড় থাকবে।
নির্বাচন পদ্ধতি:- শারীরিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারীদের কনস্টেবল পদের জন্য নির্বাচন করা হবে।
পরীক্ষার সিলেবাস এর ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে।
আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ২৭০ টাকা দিতে হবে। (SC/ST দের জন্য অ্যাপ্লিকেশন ফি ২০ টাকা)
অফিশিয়াল ওয়েবসাইট:- http://www.wbpolice.gov.in/
অনলাইন আবেদন এর সূচনা:- ২২/০১/২০২১
অনলাইন আবেদন এর সমাপ্তি:- ২০/০২/২০২১
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ পুলিশ-এর অফিশিয়াল ওয়েবসাইটে।
চাকরির আরো আপডেট পেতে আমাদের WhatApp ও Telegram Group Join করুন
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023
- ভারতে নাম ধরে অনলাইনে ভোটার ID কীভাবে সন্ধান করবেন
- Aadhaar Update History: কিভাবে চেক ও ডাউনলোড করবেন জানুন
- বিয়ের পর ভোটার কার্ড কীভাবে স্থানান্তর (ঠিকানা পরিবর্তন) করবেন ২০২৩