Skip to content

“নারী শক্তি” দেখুন ভারতীয় সেনাবাহিনীর মহিলা বাহিনীর মহড়ার ভিডিও

ভারতীয় সেনাবাহিনীর গৌরব পৃথিবীর বিভিন্ন প্রান্তে উজ্জ্বল।

অসম্ভবকে সম্ভব করার নামই ভারতীয় সেনাবাহিনী। এই সেনাবাহিনীর এক অপ্রতিরোধ্য অংশ হল প্রমীলা বাহিনী।

ফেসবুকে ভাইরাল হয়েছে এক ভিডিও। তাতে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীর প্রমীলা বাহিনীর মহড়া।

মহড়া চলা কালীন প্রমীলা বাহিনীর ভিডিও কোলাজ করে সোশাল মিডিয়ায় আপলোড করা হয়। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিও।

ফেসবুকে এখনও পর্যন্ত ৫৫ লক্ষ লোক এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করেছেন প্রায় ৭৩ হাজার মানুষ।

ভিডিওটিতে দেখা যাচ্ছে অগ্নেয়াস্ত্র নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রমীলা বাহিনী চরম মহড়ায় ব্যাস্ত।

প্রবল দক্ষতার সঙ্গে তারা এগিয়ে চলেছেন। আবার, এই মহড়ায় দেখা গেছে প্রমীলা বাহিনী সাজানো একটি দুর্ঘটনাস্থল থেকে আটক ব্যাক্তিদের উদ্ধার করেছেন প্রবল উদ্যমে।

কখনো বা তারা আবার শারীরিক কসরত প্রদর্শনে ব্যস্ত।

প্রমীলা বাহিনীর এই শক্তি প্রদর্শনের ভিডিও নজর কেড়েছে লক্ষাধিক মানুষের।

নারীরাও যে সমাজে পুরুষের থেকে কোনো অংশে কম যান না, তা এই ভিডিও থেকেই স্পষ্ট বোঝা যায়।

তার ওপর ভারতীয় সেনাবাহিনীর মতো শক্তিশালী সেনাবাহিনীতে এই প্রমীলা বাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ভারতের মতো দেশে অত্যাচারিত মহিলাদের মনোবল নিমেষেই বাড়াতে সক্ষম এই ভিডিও।

মহিলারাও পুরুষদের থেকে কম শক্তিশালী নয় এই বার্তাই বহন করছে ভিডিওটি।

দেখুন সেই ভিডিও:

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন