ভারতীয় সেনাবাহিনীর গৌরব পৃথিবীর বিভিন্ন প্রান্তে উজ্জ্বল।
অসম্ভবকে সম্ভব করার নামই ভারতীয় সেনাবাহিনী। এই সেনাবাহিনীর এক অপ্রতিরোধ্য অংশ হল প্রমীলা বাহিনী।
ফেসবুকে ভাইরাল হয়েছে এক ভিডিও। তাতে দেখা গেছে ভারতীয় সেনাবাহিনীর প্রমীলা বাহিনীর মহড়া।
মহড়া চলা কালীন প্রমীলা বাহিনীর ভিডিও কোলাজ করে সোশাল মিডিয়ায় আপলোড করা হয়। নিমেষে ভাইরাল হয় সেই ভিডিও।
ফেসবুকে এখনও পর্যন্ত ৫৫ লক্ষ লোক এই ভিডিও দেখেছেন এবং শেয়ার করেছেন প্রায় ৭৩ হাজার মানুষ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে অগ্নেয়াস্ত্র নিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রমীলা বাহিনী চরম মহড়ায় ব্যাস্ত।
প্রবল দক্ষতার সঙ্গে তারা এগিয়ে চলেছেন। আবার, এই মহড়ায় দেখা গেছে প্রমীলা বাহিনী সাজানো একটি দুর্ঘটনাস্থল থেকে আটক ব্যাক্তিদের উদ্ধার করেছেন প্রবল উদ্যমে।
কখনো বা তারা আবার শারীরিক কসরত প্রদর্শনে ব্যস্ত।
প্রমীলা বাহিনীর এই শক্তি প্রদর্শনের ভিডিও নজর কেড়েছে লক্ষাধিক মানুষের।
নারীরাও যে সমাজে পুরুষের থেকে কোনো অংশে কম যান না, তা এই ভিডিও থেকেই স্পষ্ট বোঝা যায়।
তার ওপর ভারতীয় সেনাবাহিনীর মতো শক্তিশালী সেনাবাহিনীতে এই প্রমীলা বাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভারতের মতো দেশে অত্যাচারিত মহিলাদের মনোবল নিমেষেই বাড়াতে সক্ষম এই ভিডিও।
মহিলারাও পুরুষদের থেকে কম শক্তিশালী নয় এই বার্তাই বহন করছে ভিডিওটি।
দেখুন সেই ভিডিও:
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো