পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন স্কিম নিয়ে এসেছে পশ্চিমবঙ্গবাসীদের জন্য যার নাম “দুয়ারে রেশন” স্কিম অথবা দুয়ারে রেশন প্রকল্প। এই প্রকল্প কে “Ration at the doorstep” স্কিম ও বলা হয়।
দুয়ারে রেশন প্রকল্পটি চালু করা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত রেশন উপভোগকারীদের বাড়ি বাড়ি রেশনের ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য।
এই প্রকল্পটির “পাইলট প্রজেক্ট” শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্ট এ মে মাসে এবং তা সফল হয়েছে।
এই আর্টিকেলটিতে আপনি দুয়ারে রেশন প্রকল্প ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন।
- দুয়ারে রেশন প্রকল্প কি
- প্রকল্পের সুযোগ সুবিধা
- দুয়ারে রেশনের স্কিমের জন্য কারা উপযুক্ত
- কবে মুক্তি পাবে এই প্রকল্প
আসুন তাহলে দেখে নেই প্রত্যেকটি জিনিস বিস্তারিতভাবে…
দুয়ারে রেশন প্রকল্পটি কি
প্রকল্পটির নাম | দুয়ারে রেশন প্রকল্প |
চালু করেছে | পশ্চিমবঙ্গ সরকার |
করা সুবিধা পাবেন | যাদের রেশন কার্ড হয়েছে |
Official Website | food.wb.gov.in/ |
দুয়ারে রেশন স্কিম একটি নতুন উদ্যোগ পশ্চিমবঙ্গের সরকারের দ্বারা। যারা এই প্রকল্পের উত্তরাধিকারী তারা নিজের বাড়ির সামনে থেকে রেশনের সুবিধা পাবেন।
সূত্র অনুযায়ী রাজ্যের ২৮ টি দোকান থেকে এই সুবিধা দেওয়া হবে শুরুতে।
দুয়ারে রেশন প্রকল্পটির সুযোগ সুবিধা
পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন প্রকল্প ২০২১ এর দ্বারা আপনি অনেক ভাবে উপকৃত হবেন।
যারা দুয়ারে রেশন স্কিমের উত্তরাধিকারী, দুয়ারে রেশনের অন্তর্গত তাদের বাড়ির সামনে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হবে।
দুয়ারে রেশন প্রকল্পটি যোগ্যতা
আপনি যদি দুয়ারে রেশন প্রকল্প টি জন্য সুযোগ্য হতে চান তাহলে আপনাকে এই নির্ণায়ক গুলো পূরণ করতে হবে।
- আপনার অবশ্যই একটি রেশন কার্ড থাকতে হবে
- আপনাকে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পাওয়ার উপযুক্ত হতে হবে।
- আপনাকে পশ্চিমবঙ্গের একটি স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আপনাকে রেশন কার্ড পাওয়ার জন্য সমস্ত নির্ণয় পূরণ করতে হবে।
আপনি যদি অনলাইন ওয়েস্ট বেঙ্গল ডিজিটাল রেশন কার্ড আবেদন করতে চান তাহলে এই আর্টিকেলটি পড়তে পারেন।
এই লিংকটিতে ক্লিক করুন একটি নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করার জন্য
কবে মুক্তি পাবে এই দুয়ারে রেশন প্রকল্প
পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন প্রকল্পটি ১৬ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত জেলায় মুক্তি পেয়ে গিয়েছে।
প্রয়াসই জিজ্ঞাসিত প্রশ্নাবলী
দুয়ারে রেশন স্কিম বা প্রকল্প কি?
দুয়ারে রেশন হল সুবিধাভোগীদের ঘরে ঘরে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প।
দুয়ারে রেশন প্রকল্প কবে চালু করা হবে?
পশ্চিমবঙ্গ দুয়ারে রেশন প্রকল্পটি ১৬ই নভেম্বর থেকে রাজ্যের সমস্ত জেলায় চালু হয়ে গিয়েছে।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো
- সরকারি হাসপাতালে অনলাইন OPD টিকিট বুকিং – SSKM, PG, NRS