Skip to content

পশ্চিমবঙ্গে নতুন ডিজিটাল রেশন কার্ড এর আবেদন পদ্ধতি ২০২৩

একজন পরিবারের সমস্ত সদস্যদের নতুন ডিজিটাল রেশন কার্ড আবেদন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক সুবিধা করে দিয়েছে। এটি করার পর, আপনি পশ্চিমবঙ্গ খাদ্যা সাথী স্কিমের অধীনে প্রাপ্য সমস্ত সুবিধা পেতে পারেন৷

নতুন রেশন কার্ডের জন্য আপনি পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

এই আর্টিকেলটিতে, আপনি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করা সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি জানতে পারবেন,

  1. প্রয়োজনীয় ডকুমেন্টস
  2. আবেদন করার পদ্ধতি

তাহলে চলুন এই বিষয়গুলি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক।

আপনার পরিবারে যদি কেউ নতুন ডিজিটাল রেশন কার্ড না পেয়ে থাকে তবে আপনি ফর্ম নম্বর ৩ এর সাহায্যে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন।

যদি পরিবারের মধ্যে এক জনের ও ডিজিটাল রেশন কার্ড থাকে, তবে আপনাকে ফর্ম নম্বর ৪ ভরতে হবে যাতে আপনার পরিবারের অন্যান্য সদস্যদের নাম পরিবারের সেই বেক্তির নামের সঙ্গে যুক্ত করা হয় ডিজিটাল রেশন কার্ডের জন্য।

নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার প্রয়োজনীয় ডকুমেন্ট

আপনার পরিবারের সমস্ত সদস্য নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করতে গেলে এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হবে।

  1. আধার কার্ডের স্ক্যান কপি
  2. ঠিকানা প্রমাণপত্র
  3. কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য ডকুমেন্ট (যদি প্রযোজ্য হয়)।

নতুন ডিজিটাল রেশন কার্ড এর জন্য আবেদন করার পদ্ধতি

পশ্চিমবঙ্গে একটি নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে,

ধাপ ১: পশ্চিমবঙ্গে রেশন কার্ড এর ওয়েবসাইটে যান

  1. প্রথমে, পশ্চিমবঙ্গের ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. এরপর স্ক্রিনের বাঁ দিক থেকে রেশন কার্ড অপশনটি সিলেক্ট করুন।
  3. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।
  4. তারপর ক্লিক করুন “Apply for new Ration Card for a family” বিকল্পটি।
  5. একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

(পৃষ্ঠার সরাসরি লিঙ্ক)

আপনি যদি মোবাইল থেকে আবেদন করেন তাহলে নিচের দিকে একটু স্ক্রল করলে অপশনটি পেয়ে যাবেন।

ধাপ ২: ডিজিটাল রেশন কার্ড পোর্টালে সাইন আপ করুন

  1. নতুন পেজটিতে, আপনার মোবাইল নাম্বার এন্টার করুন।
  2. এরপর, “Get OTP” বোতামটিতে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে।
  3. নির্দিষ্ট জায়গায় OTP এন্টার করুন এবং তারপর ক্লিক করুন “Proceed” বোতামটিতে।
  4. পশ্চিমবঙ্গ অনলাইন রেশন কার্ড পোর্টাল টির হোমস্ক্রীন আপনার সামনে খুলে যাবে।

ধাপ ৩: ফর্ম ৩ ভোরে দিন

রেশন কার্ডের ধরন বেছে নিন (সাবসিডাইজড / নন সাবসিডাইজড)

  1. আপনি যখন লগইন করবেন তখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার কোন পরিবারের সদস্যের ডিজিটাল রেশন কার্ড আছে কিনা। আপনি “No” অপশন এর পাশে ক্লিক করবেন।
  2. এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনি যে রেশন কার্ডটি বানাতে চান সেটি “subsidized food grains”-এর জন্য না শুধু “identity purposes” হিসাবে।
  3. আপনি যদি কার্ডের দ্বারা রেশন পেতে চান তবে আপনাকে “Subsidised Food Grains” অপশনটিতে ক্লিক করুন।
  4. এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বাসস্থান “rural” অঞ্চলে না “urban” অঞ্চলে। আপনার বাসস্থান হিসেবে আপনি সঠিক অপশনটির পাশে ক্লিক করুন।

রেশন কার্ড এর বিভাগ যাচাই করার তথ্য (AAY/PHH/SPHH/RKSY-I/RKSY-II)

  1. আপনার সামনে একটা তালিকা আসবে যেখানে অনেকগুলি অপশন এবং চেকবক্স থাকবে।
  2. সেই চেক বক্সের পাশে ক্লিক করুন যে অপশনটি আপনার জন্য যথাযথ এবং সঠিক।
  3. আপনার রেশন কার্ডের ক্যাটাগরি আপনার সিলেক্ট করা অপশন এর উপর ভিত্তি করে তৈরি হয়।
  4. এরপর একটু স্ক্রল করে স্ক্রিনের নিচের দিকে আসুন। আপনার কাছে আরেকটি নতুন তালিকা চলে আসবে অনেকগুলো অপশন নিয়ে। সেই চেক বক্সের পাশে ক্লিক করুন যেটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য।
  5. তারপর “Next” বোতামটিতে ক্লিক করুন। একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

আপনার বর্তমান ঠিকানা এবং FPS

  1. এই পেইজটির মধ্যে আপনি আপনার এড্রেস টা এন্টার করে দিন।
  2. পরবর্তী বিভাগে আপনি সিলেক্ট করুন আপনার নিকটতম ফেয়ার প্রাইস শপ/রেশন দোকান অথবা কেরোসিন ডিলার এর দোকান (যদি প্রযোজ্য হয়)।

সংযোগের তথ্য এন্টার করুন

  1. পেজের একটু নিচের দিকে নেমে আসুন এবং তারপর আপনি আপনার সমস্ত সংযোগের তথ্য বিস্তারিতভাবে এন্টার করে দিন।
  2. আপনি যদি আপনার নম্বর লগ-ইন রাখতে চান তাহলে আপনি ক্লিক করবেন “same as log in mobile” অপশনটির পাশে।
  3. আপনি যদি নতুন কোন নাম্বার যোগ করতে চান তাহলে আপনার নতুন নাম্বারটা এন্টার করুন এবং ক্লিক করুন ‘Get OTP’ অপশনটির উপর। যে OTP পাঠানো হবে সেটি নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিন এবং ক্লিক করুন validate অপশনটির উপর।
  4. এরপর আপনি আপনার WhatsApp number এবং email ID দিতে পারেন যদিও এটা দেওয়া বাধ্যকতা নয়।

পরিবারের সদস্যদের নাম এন্টার করুন

  1. আপনার পরিবারের প্রধান বেক্তির নামটি এন্টার করে দিন এবং পরিচয় পত্র এন্টার করে দিন।
  2. এরপর ক্লিক করুন add more member বোতামটিতে এবং তাদের পরিচয় তথ্যগুলি ও সাথে সাথে এন্টার করে দিন।
  3. তারপর “Next” বোতামটিতে ক্লিক করুন।

সমস্ত তথ্য গুলো ভেরিফাই করে নিন

  1. আর একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে যার মধ্যে আপনার দেওয়া সমস্ত তথ্য গুলি দেখাবে। এই তথ্যগুলি ভেরিফাই করে নিন।
  2. যদি কোন ভুল ত্রুটি থেকে থাকে তাহলে “back” বোতামটিতে ক্লিক করে পারিবারিক তথ্যের পেজে ফিরে গিয়ে ডিটেলস গুলি চেক করে নিন।
  3. যদি ওকে থাকে সবকিছু তাহলে “Its okay” চেকবক্সটির পাশে ক্লিক করুন।
  4. তারপর প্রসিড অপশনটিতে ক্লিক করুন। আরেকটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে।

প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টগুলো আপলোড করুন

  1. এই নতুন পেজে আপনাকে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের একটি আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে।
  2. পরবর্তী বিভাগে আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার আধার কার্ডের ঠিকানা আপনার বর্তমান ঠিকানা সমান কিনা।
  3. যদি বর্তমান ঠিকানা আধার কার্ডের ঠিকানা সাথে মিলে যায় তাহলে “yes” বিকল্পের উপর ক্লিক করুন ও যদি না মেলে তাহলে “no” অপশনটির ওপর ক্লিক করুন এবং আপনার ঠিকানার প্রমাণ পত্র আপলোড করে দিন।
  4. এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিন যেমন কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, ইত্যাদি।
  5. সমস্ত ফাইল আপলোড করে দেবার পর এ ক্লিক করুন next/proceed অপশনে। আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে।

ধাপ ৪: ফর্ম ৩ জমা করে দিন

  1. নতুন পেজ খুলে যাওয়ার পরে “I Certify” অপশনটিতে ক্লিক করুন। এরপর ‘Get OTP’ অপশনটিতে ক্লিক করুন।
  2. নির্দিষ্ট জায়গায় OTP এন্টার করে ‘Submit OTP’ বিকল্পের উপর ক্লিক করুন।
  3. এই পদ্ধতিটির পরে আপনি একটি নোটিশ পাবেন যে আপনার ফর্ম টি সফলভাবে জমা পরে গিয়েছে।

এই পদ্ধতি অবলম্বন করলে আপনি সহজেই আপনার নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন অনলাইনে পশ্চিমবঙ্গ ফুড এন্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এরপর আপনি পশ্চিমবঙ্গ ডিজিটাল রেশন কার্ড পোর্টালটি যেকোনো সময় লগইন করতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন।

আপনি লগইন ছাড়াও আপনার অনলাইন রেশন কার্ড স্ট্যাটাস চেক করতে পারেন।

আপনার রেশন কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন