পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক বোর্ড (WBPCB) অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার, এনভায়রনমেন্টাল অন্যালিস্ট, সিনিয়র একাউন্টস ক্লার্ক, একাউন্টস ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।
মোট পদ সংখ্যা:- ৪৮
যে যে পদের জন্য আবেদন করতে বলা হচ্ছে:
অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার:- ৫
জুনিয়র এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার:- ১২
এনভায়রনমেন্টাল অন্যালিস্ট:- ৩
সিনিয়র একাউন্টস ক্লার্ক:- ৫
একাউন্টস ক্লার্ক:- ৩
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট:- ৭
জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট :- ১৩
কর্মস্থান:- পশ্চিমবঙ্গ
আবেদন পদ্ধতি:- অনলাইন
যোগ্যতা:-
আবেদনকারীদের বিভিন্ন পদ অনুসারে ব্যাচেলর ডিগ্রী, অথবা ডিপ্লোমা অথবা দশম ও দ্বাদশ শ্রেণী ঊতীর্ণ থাকতে হবে।
কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক। তাছাড়া আবেদনকারীকে বাংলায় পারদর্শী হতে হবে।
বয়স সীমা:- ১৮-৩৭ বছর
মাসিক বেতন:- ২২,৭০০-১,৯২,১০০
নির্বাচন পদ্ধতি:-
যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। তাছাড়াও পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে।
বিপুল সংখ্যক পরীক্ষার্থীর জন্য পরীক্ষার তারিখ ২৫ জানুয়ারি, ২০২১ করা হতে পারে। পরীক্ষা হবে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর এবং খড়গপুর- এই চারটি শহরে।
পরীক্ষার সঠিক তারিখ, সময় এবং স্থান পরীক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে, অথবা পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট সমস্ত তথ্য পেয়ে যাবে।
আবেদন পদ্ধতি:-
ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারী না নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।
অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.wbpcb.gov.in
আবেদনকারীদের ৩০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। (SC/ST/PWD দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি প্রযোজ্য নয়)
অনলাইন আবেদনের সূচনা:- ১০/১২/২০২০
অনলাইন আবেদনের সমাপ্তি:- ৩১/১২/২০২০
এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রক বোর্ড (WBPCB) এর অফিশিয়াল ওয়েবসাইটে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু