Skip to content
rahul preeti tolly news

হানিমুন সারলেন নবদম্পতি প্রীতি ও রাহুল

সম্প্রতি বাংলা সিরিয়াল এর জনপ্রিয় অভিনেত্রী প্রীতি বিশ্বাস ওরফে সৌদমিনী সংসার এর আন্নাকালী এর সঙ্গে বিবাহ বন্ধোনে আবদ্ধ হলেন রাহুল মজুমদার ওরফে দেবী চৌধুরানী সিরিয়াল এর ব্রজেশ্বর ।

দীর্ঘ 3 বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ে সারলেন দুজনে। একদম রূপকথার মতো বিয়ে করলেন তারা 2020 এর 10 ফেব্রুয়ারি।

সোশ্যাল সাইটে তাদের মধুচন্দ্রিমার ফটো আপলোড করলেন। তারা থাইল্যান্ডে এয়ারপোর্ট এ পৌঁছে ফার্স্ট সেলফি আপলোড করলেন।

তাদের সুন্দর মুহূর্ত তুলে ধরেছেন প্রীতি।

নীল সমুদ্র সৈকত এ রাহুল এর কোলে প্রীতি।

এছাড়া তাদের Coral Island এর ভ্রমণ এ রোমান্টিক সময় উপভোগ করছেন এই কাপেল।

বিশ্বের নানা জায়গায় করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়া সত্ত্বেও এই যুগল কে থাইল্যান্ড, হানিমুন ট্রিপ যাওয়া থেকে আটকাতে পারেনি ।মাস্ক পরে রীতি মতো কড়া সুরক্ষা ব্যবস্থা নিয়ে গেছে তারা