Skip to content

মোট ৪৮ টি শূন্যপদে টিচিং এবং নন-টিচিং কর্মী নিয়োগ গনি খান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির

গনি খান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(GKCIET)টিচিং এবং নন-টিচিং পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

কর্মস্থান:– পশ্চিমবঙ্গ, মালদা

মোট পদ সংখ্যা:- ৪৮

  • অ্যাসিস্ট্যান্ট প্রফেসর:- ২০ পদ
  • অ্যাসোসিয়েট প্রফেসর:- ০৬ পদ
  • প্রফেসর:- ০৫ পদ
  • ফোরম্যান:- ০২ পদ
  • সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:- ০১ পদ
  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট:- ০৮ পদ
  • ডেপুটি রেজিস্ট্রার:- ০১ পদ
  • অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার:- ০২ পদ
  • সিনিয়র অ্যাসিস্ট্যান্ট/ক্যাশিয়ার:- ০১ পদ
  • জুনিয়র অ্যাসিস্ট্যান্ট:- ০২ পদ

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:– আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা অনুসারে ন্যূনতম স্নাতকোত্তর অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা জানতে নিম্নে প্রদত্ত বিশদ বিজ্ঞাপনে চোখ রাখুন।

মাসিক বেতন:- ₹১২,০০০-₹১,৫০,০০০

নির্বাচন পদ্ধতি:- আবেদনকারীদের নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউ এর সঠিক স্থান, তারিখ, সময় ইত্যাদি জানিয়ে দেওয়া হবে অফিশিয়াল ওয়েবসাইটে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

আবেদনকারীদের অ্যাপ্লিকেশন ফি বাবদ ১০০০ টাকা দিতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://www.gkciet.ac.in

অনলাইন আবেদন এর সমাপ্তি:- ১০/০৩/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন গনি খান চৌধুরী ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি(GKCIET)-এর অফিশিয়াল ওয়েবসাইটে।


চাকরির আরো আপডেট পেতে আমাদের WhatApp Telegram Group Join করুন

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন