Skip to content

টলিউড এর “nepotism” এর বিরুদ্ধে এবার যা বললেন শ্রীলেখা মিত্র

কলকাতা: সম্প্রতি সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর খবর এ সৃষ্টি হয়েছে বিরাট আলোড়ন বলিউড জগতে।

নেপটিসম কথা টা উঠছে প্রায় বলিউড এ। সজনপোষাণ ও প্রভাবশালী ব্যক্তিদের জন্য হারিয়ে যাচ্ছে প্রতিভাবান শিল্পীরা।

বড় নামকরা স্টার এর দের ছেলে মেয়েরাই আগে চান্স পায়। স্টারকিড দের জন্য ইন্ডাস্ট্রি যে আসা নতুন নায়ক নায়িকা দের কেরিয়ার ডুবে যাচ্ছ। বলিউড এর প্রভাবশালি ব্যক্তিদের চাপে পড়ে জন্য নবাগত নায়ক নায়কিয়ারা পায়ের তলায় মাটি শক্ত করতে অনেক সংগ্রাম করতে হয় তাদের, এরকম অনেক অভিযোগ এ করেছে বহু সেলিব্রিটি।

বলিউড এর বিখ্যাত ডিরেক্টর কারণ জোহর এর বিরুদ্ধে অভিযোগ এনেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন কারণ জোহর ইন্ডাস্ট্রি তে অলিয়া ভট্ট, অনন্যা পাণ্ডে ও অনেক স্টারকিড দের সিনেমা তে কাজ করার সুযোগ করে দিয়েছে বেশি করে।

সিনেমা জগৎ শুধু বলিউড নয় টলিপাড়া তেও কয়েকজন নায়ক নায়িকার বিরুদ্ধেও এই সজনপোষাণ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শ্রীলেখা মিত্র বলেছেন যে তার টলিউড এ কোন গড ফাদার ছিলোনা, বাবার সাহায্যে তিনি এই ইন্ডাস্ট্রি তে পা রাখেন। প্রথম ওড়িয়া ছবিতে কাজ করেন, তারপর সিরিয়াল, অনেক পরে তিনি বাংলা ছবিতে অভিনয় করার সুযোগ পায়।

তবে সেই রাস্তা মসৃন ছিলোনা। অনেক ঝক্কি ঝামেলা পোয়াতে হয়েছিল তাকে।

তিনি আরো জানান যে তখন ও টলিউড এর মধ্যে চলছিল নেপটিসম ও প্রভাবশালী দের রাজত্ব। গড ফাদার এর অভাবে তাকে সাইড রোল করতে হয়েছিল।

তখন দাপতসালি অভিনেতা রা ছিলেন প্রসেনজিৎ, চিরঞ্জিত, তাপসপাল প্রভৃতি শিল্পীরা

ঋতুপর্ণা তখন মুখ্য অভিনেত্রী এর মধ্যে একজন। লিড রোলে অর্থাৎ বুম্বাদার নায়িকা হয়েই অনেক সিনেমা করেছে ঋতুপর্ণা।

সাগর বন্যা শুটিং চলা কালীন শ্রীলেখা মিত্র আর তার মা দুজনেই জক্ষম হয়, তবে পরিচালক তাকে হাসপাতাল দেখতে আসলেও, প্রসেনজিৎ তাকে দেখতে আসেনি, যেহেতু তার সাইড রোলে অভিনয় করছেন, তাই গুরুত্ব দেয়নি প্রধান অভিনেতাও।

অশোক ধনুকা প্রোডাকশন অন্নদাতা বলে এক সিনেমাতে তার অভিনয় করার কথা ছিল কিন্তু প্রসেনজিৎ বলেছিলেন যে শ্রীলেখার সঙ্গে তিনি অভিনয় করতে চান না, কারণ তার সাথে সিনেমা করলে কেউ আর হলে এ গিয়ে সিনেমা দেখবেনা।

তার খুব এ খারাপ লেগেছিল সেই সময়।

ঋতুপর্ণা সেনগুপ্ত ও নাকি এক্ সময় বলেছিলেন যে শ্রীলেখা মিত্রের নাম যেন কেটে দেওয়া হয়।অভিনয় এর তালিকা থেকে বাদ দেওয়া শ্রেয় বলে ঠিক করছিলেন ঋতুপর্ণা কিন্তু অর্জুন চক্রবর্তী তা করেনি।

এর পরেও কৌশিক গঙ্গোপাধ্যায় ,সৃজিত মুখোপাধ্যায় ,সিবপ্রাসাদ মুখোপাধ্যায় এর সিনেমা তেও সেভাবে কোনো রোলে পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

দক্ষ থাকা সত্তেও বহুবার এই প্রতিদ্বন্দ্বিতার শিকার হয়েছেন তিনি। তিনি দুঃখও প্রকাশ করেছেন সুশান্তের ঘটনায়, আর বলেছেন এমনি পরস্থিতি যেন কারোর না হয়।

সেই ভাইরাল ভিডিও

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group