করোনার আবহাওয়ার জেরে গত ২০২০’র মার্চ মাস থেকেই বন্ধ হয়েছে সমস্ত স্কুল কলেজ।
শিক্ষাগত ভাবে ছন্দ হারিয়েছে বহু পড়ুয়ারা। তবে থেমে থাকেনি শিক্ষা প্রতিষ্ঠান গুলি। আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে, শুরু হয়েছিল অনলাইন ক্লাস।
তবে সমস্যায় ভুগছেন বহু মানুষ। সবার হাতে ফোন বিশেষ ভাবে থাকলেও, অনলাইনে ক্লাস করার মতো স্মার্টফোন কেনার সামর্থ সবার নেই।
এছাড়াও, ওয়াইফাই সংযোগ নেওয়ার খরচ ও খুব একটা কম নয়। এমনিতেও বহু জায়গায় নেট এর অবস্থাও খুব একটা অনুকূল নয়। তাই অনলাইন ক্লাস এ সহায়তা হয়নি বহু ছাত্রছাত্রীদের।
তাই রাজ্য শিক্ষা দপ্তর ঠিক করেছেন যে, আগামী সপ্তাহ থেকে টেলিফোনে এর মাধ্যমে ক্লাস নেয়া হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের।
প্রথমে নবম ও দশম শ্রেণীর ছাত্রদের এই পদ্ধতিতে ক্লাস করানো শুরু হয়েছিল। তাতেই মিলেছে বিরাট সাফল্য। তাই বিশেষ ভাবে, রাজ্য সরকার পরবর্তী সব শ্রেণীদের এই ব্যবস্থা দ্বারা পঠনপাঠন এর পরিকল্পনা করছেন।
পঞ্চম থেকে অষ্টম পাঠকদের টেলেফোনের সাহায্যে ক্লাস এর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে।
সেই নম্বরে এ ফোন করে শিক্ষক দের থেকে সমস্ত পড়া বুঝে নিতে পারে পড়ুয়ারা। ক্লাস কিভাবে নেওয়া হবে তার প্রশিক্ষণ পর্ব হয়ে গেছে।
রাজ্যে ৩০০০ শিক্ষক ও শিক্ষিকারা এই ব্যবস্থার সাথে যুক্ত হয়েছেন।
এই সম্পূর্ণ ব্যবস্থার উপর ভিত্তি করেই আগামী সপ্তাহ থেকেই শুরু হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পড়ুয়াদের ক্লাস।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো