পুরীর জগন্নাথ ধাম ভারতের চার ধামের মধ্যে শ্রেষ্ঠ।
শুধু পুরী, বাংলা বা ভারতে জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব আর সীমিত নেই। পৃথিবীর অনেক প্রান্তেই জগন্নাথ, শুভদ্রা ও বলরাম কে আহবান করা হয়।
দেখে নিন কয়েকটি বিশেষ জায়গার তালিকা যেখানে রথ যাত্রা উৎসব টি ধুম ধাম ভাবে পালন করা হয়।
- সান ফ্রান্সিসকো, USA
- দার্বান, দক্ষিণ আফ্রিকা
- ব্রিসবেন, অস্ট্রিলিয়া
- রোম, ইতালী
- প্রাগ, চেক রিপাব্লিক
- মস্কো, রাশিয়া
- ভক্তপুর, নেপাল
- ফ্লোরিডা, USA
১. সান ফ্রান্সিসকো, USA

১৯৬৭ সালে প্রথম রথযাত্রা উৎযাপন করা হয় আমেরিকার সান ফ্রান্সসিস্কো তে।
এখানে মানুষেরা খুব ভক্তি ও আনন্দ সহকারে রথযাত্রা উৎসব টি পালন করেন।
২. দার্বান, দক্ষিণ আফ্রিকা

১৯৮৮ সাল থেকে পালন করা হয় রথযাত্রা উৎসব,যা মানুষের মনে এক আনন্দ ও উচ্ছাস এর সৃষ্টি করে।
রথযাত্রার রথ টানার ভিড় এর পাশাপাশি অনেক শিল্পীদের সমাগম উৎসবটি কে দার্বান এর এক শ্রেষ্ঠ উৎসব করে তোলে।
৩. ব্রিসবেন, অস্ট্রিলিয়া

একটি সুন্দর শহর এর মায়া জরিয়ে রথযাত্রার পুণ্য উৎসব এর রং যেন এই ব্রিসবেন এর সৌন্দর্য্যকে আরো পরিস্ফুটিত করে তোলে।
সবাই জগন্নাথ দেবের উদ্দেশ্যে গান নিবেদন করেন ও ব্রিসবেনের পথে এই উৎসব এর মন কেড়ে নেওয়ার দৃশ্যের বৈশিষ্ট্য অপরিহার্য।
৪. রোম, ইতালী
জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব মানুষের মন কে এক অসীম প্রশান্তির পর্যায় নিয়ে যায়।
রোমে মানুষজন এই উৎসব পালন করার সময় সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।
১৯৮১ সালে তুস্ক্যান শহরে প্রথম পালন করা হয় এই উৎসব। ভক্তরা রঙিন কাপড় পরে মন কে উজাড় করে উৎসব পালন করেন।
৫. প্রাগ, চেক রিপাব্লিক

৪০ ফুট উঁচু রথে জগন্নাথ, বলরাম, শুভদ্রা টেনে নিয়ে যান এই স্থান এর মানুষ।
শুধু লোকাল মানুষজন নয় এই পবিত্র উৎসব এ যোগদান করেন বহু গায়ক শিল্পী, নৃত্যশিল্পী ও অন্যান্যরা।
৬. মস্কো, রাশিয়া

জগন্নাথ দেবের ২০০ জন ভক্ত প্রতি বছর ২০ ডিগ্রীর নীচে শীতল তাপমাত্রা উপেক্ষা করে রথযাত্রার উৎসবে মেতে ওঠেন মস্কো তে।
অল্প বিস্তর তুষার পাতের মধ্যে দিয়ে জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাওয়ার দৃশ্য যেমন অপূর্ব তেমনই বিরল।
৭. ভক্তপুর, নেপাল

২০১৫ র ভূমিকম্প কে হারিয়ে দিয়েও জগন্নাথ দেবের মন্দির এখনো আলো করে দাঁড়িয়ে রয়েছে।
নেপাল এর ভক্তপুরের বাসিন্দা রা তাই জগন্নাথ দেবের এই উৎসব কে অতি বড় করে সূচনা করেন ও পালন ও করেন।
৮. ফ্লোরিডা, USA

ফ্লোরিডার সমুদ্রে তটের পাস দিয়ে বয়ে যাচ্ছে ভক্তদের ভিড়। দৃশ্যের মুগ্ধতা এত তাই প্রবল যে দেশ বিদেশ থেকে ফ্লোরিডার এই জায়গায় সমাগম হয় রথ যাত্রা দেখার উদ্যেশে।
শুধু বাংলা বা ভারতে নয় হিন্দু ধর্মীয় বিশিষ্ট জগন্নাথ দেবের এত সুদূর প্রসারী নাম প্রমান করে দেয় জগন্নাথ দেবের মহিমা বিশ্বজোড়া।
মানুষ বিভেদ ভুলে গিয়ে জগন্নাথ দেবের এই পবিত্র অনুষ্ঠান পালন করেন। যুগে যুগে ও জায়গায় জায়গায় ছড়িয়ে যাক ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- সামস্য সমাধন (জন সংযোগ) প্রকল্প পশ্চিমবঙ্গ 2024 – সমস্ত তথ্য
- স্বাস্থ্য সাথী কার্ড ব্যালেন্স চেক করার অনলাইন পদ্ধতি 2024
- আধার নম্বর (UID) Lock /Unlock কীভাবে করবেন অনলাইন ২০২৪
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- SAIL মেডিক্লেম ই-কার্ড (PDF) কিভাবে ডাউনলোড করবেন ২০২৪
- mParivahan অ্যাপে আপনার DL এবং RC কীভাবে সেভ করবেন 2024
- LPG গ্যাস KYC আপডেট (অনলাইন e-KYC এবং অফলাইন) পদ্ধতি ২০২৪
- নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স (DL) নম্বর কীভাবে খুঁজে পাবেন জেনে নিন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ