কলকাতা: কিছুদিন আগেই (গত ২১ জুন) এক অনবদ্য মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। বলয় গ্রাস সূর্যগ্রহণ এর সৌন্দর্য উপভোগ করেছেন দেশবাসী।
সোশাল মিডিয়ায় এর মনোমুগ্ধকর ছবি ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে, মুহূর্তে ভাইরাল হয় সেই সব ছবি।
পূর্ণিমা তিথিতে যখন সূর্য, চাঁদ, ও পৃথিবী এক সরলরেখায় উপনীত হয় এবং চাঁদের ছায়া পৃথিবীর ওপর এসে পরে তখনই এই বিরল সূর্যগ্রহণ এর সাক্ষী থাকে গোটা বিশ্ব। তবে বলয়গ্রাস সূর্যগ্রহণ অত্যন্ত বিরল ঘটনা।
ফের আগামী রবিবার, ৫ই জুলাই চন্দ্রগ্রহণ এর সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব।
সূর্যগ্রহণ এর মতই যখন পূর্ণিমা তিথিতে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় উপনীত হয় এবং পৃথিবীর ছায়া চাঁদ এর ওপর পরে, তখনই এই প্রাকৃতিক বিরল ঘটনার সাক্ষী থাকে বিশ্ব।
যদিও পৃথিবীর সকল দেশের মানুষ ভাগীদার হতে পারবেন না এই বিরল দৃশ্যের।
বিশেষজ্ঞদের মতে কেবল উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা থেকে এই দৃশ্য উপভোগ করা যাবে। তবে ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
এই চন্দ্রগ্রহণ একটি উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হতে চলেছে।
আগামী রবিবার এই চন্দ্রগ্রহণ এর স্থায়িত্ব হতে চলেছে ২ ঘণ্টা ৪০ মিনিট এর কাছাকাছি।
কেবলমাত্র উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করা গেলেও উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ এর সাহায্যে এই দৃশ্য আরো সুন্দর ভাবে দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গ্রহণ নিয়ে মানুষ এর মধ্যে কুসংস্কার দেখা গেলেও তা একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গত সূর্যগ্রহণ এর সময় বিজ্ঞানীদের সতর্কতা সত্বেও দেশের বিভিন্ন প্রান্তে কুসংস্কারের প্রভাব দেখা গিয়েছিল।
তবে এই চন্দ্রগ্রহণ এর সময় কতটা বিজ্ঞানমনস্ক চিন্তাধারার পরিচয় পাওয়া যাবে সেটাই দেখার বিষয়।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023