প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধাভোগীদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির পরিমাণ পাওয়া চালু রাখার জন্য তাদের ই-কেওয়াইসি (আধার কার্ড লিঙ্ক) সম্পূর্ণ করতে হবে।
পিএম কিষান ই-কেওয়াইসি অনলাইনে PM Kisan Samman Nidhi-এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এর মাধ্যমে করা যাবে।
এই আর্টিকেলেটির মাধ্যমে আপনি অনলাইনে আপনার পিএম কিষাণ সম্মান নিধির সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি বিশদে জানতে পারবেন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির KYC আপডেট করার পদ্ধতি
আপনার পিএম কিষান নিধির সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে,
প্রথম ধাপ: পিএম কিসানের অফিসিয়াল ওয়েবসাইটে যান

- প্রথমে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি-এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান
- হোম পেজে, “e-KYC” তে ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলবে।
(ই-কেওয়াইসি পেজটির ডাইরেক্ট লিংক)
দ্বিতীয় ধাপ: আধার কাৰ্ড ডিটেলস এন্টার করুন

- নতুন পেজ টিতে আধার নম্বর এন্টার করুন।
- এর পর “Search” এ ক্লিক করুন।
- একটি নতুন পেজ খুলে যাবে।
তৃতীয় ধাপ: মোবাইল নম্বর ভেরিফাই করুন

- এখন আপনাকে আপনার মোবাইল নম্বর এন্টার করতে বলা হবে।
- আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটি মোবাইল নম্বর এন্টার করুন।
- “Get OTP” তে ক্লিক করুন।
- আপনি আপনার মোবাইলে একটি OTP পাবেন।
- নির্দিষ্ট ক্ষেত্রে সেটি এন্টার করে দিন।
- “Submit OTP”তে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর যাচাই করা হয়ে যাবে। এর পর আপনাকে ই-কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে।
চতুর্থ ধাপ: আধার ভেরিফাই করে ই-কেওয়াইসি সম্পূর্ণ করুন

- এবার আপনাকে “Get Aadhar OTP” তে ক্লিক করতে হবে।
- আপনি আপনার মোবাইলে একটি OTP পাবেন।
- নির্দিষ্ট জায়গায় সেই OTP টি এন্টার করুন।
- “Submit of Auth” এ ক্লিক করুন।
আপনার পিএম কিসান ই-কেওয়াইসি সফলভাবে সম্পূর্ণ হয়ে যাবে।
এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি সহজেই আপনার পিএম কিষান সম্মান নিধি যোজনার সাথে আপনার আধার নম্বর লিঙ্ক করতে পারেন।
জানুয়ারী মাসের কিস্তি দেওয়া হয়ে গেলে আপনি পিএম কিষান সুবিধাভোগী তালিকায় আপনার নাম এবং স্টেটাস চেক করতে পারেন অনলাইন।
প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার তালিকা ও স্টেটাস চেক করার পদ্ধতি জানতে ক্লিক করুন।
পিএম কিষান ই-কেওয়াইসি (আধার লিংক) সম্পূর্ণ করার প্রয়োজনীয় নথি
আপনার প্রধানমন্ত্রী কিষান নিধির সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করতে আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন:
- আধার কার্ড নম্বর।
- আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক।
পিএম কিষাণ ই-কেওয়াইসি সংক্রান্ত প্রশ্নাবলি
আপনার পিএম কিষান এর সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কী কী নথির প্রয়োজন?
আপনার পিএম কিষাণ অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করতে, আপনার আধার কার্ড এবং আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করা একটি মোবাইল নম্বর প্রয়োজন।
প্রধানমন্ত্রী কিষান e-KYC কিভাবে সম্পূর্ণ করবেন?
আপনি পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এর মাধ্যমে অনলাইনে PM Kisan e-KYC সম্পূর্ণ করতে পারেন।
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023