Skip to content

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৩ তালিকা ও স্টেটাস চেক

বহু প্রতীক্ষার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের ১৪ নম্বর কিস্তি মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকরা এই স্কিম এর সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন চতুর্থ বার।

পশ্চিমবঙ্গের কৃষকরা এই প্রকল্পের সুবিধা প্রথমবার পেয়েছিলেন মে ২০২১ এ যখন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ৮ নম্বর কিস্তিটি মুক্তি পেয়েছিল।

এই আর্টিকেলে আপনি জানতে পারবেন প্রধানমন্ত্রী কিষান যোজনা ২০২৩ এর ১৪ নম্বর কিস্তির সম্বন্ধে। আর্টিকেলটির মধ্যে থাকছে,

  1. প্রধানমন্ত্রী কিষান যোজনা কি
  2. প্রধানমন্ত্রী কিষান যোজনা উত্তরাধিকারী তালিকা
  3. প্রধানমন্ত্রী কিষান যোজনা স্ট্যাটাস চেক

তাহলে চলুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২০২৩ এর সম্বন্ধে প্রত্যেকটি জিনিস বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাটি কি

প্রকল্পের নামপ্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা
চালু করেছেকেন্দ্র সরকার
বিভাগকৃষি বিভাগ
চালু হয়েছেFeb 2021
উপভোগকারীক্ষুদ্র কৃষক
বর্তমান কিস্তি১৪ (এপ্রিল থেকে জুলাই)
স্ট্যাটাসশীঘ্রই দেওয়া হবে
কিস্তির পরিমাণRs. ২০০০

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাটি মুক্তি পেয়েছিল ভারত সরকার দ্বারা যার প্রধান উদ্দেশ্য হল ভারতের সমস্ত ছোট কৃষকদের আর্থিক ভাবে সাহায্য করা।

এই কল্পনার আওতায় যে কৃষকরা থাকবেন তাদের ব্যাংক একাউন্টে প্রতিবছর ৬০০০ টাকা করে দেওয়া হবে তাদের কৃষিকার্য এর সুবিধার্থে।

টাকাটি তিনটে কিস্তিতে দেওয়া হয়।

  1. প্রথম কিস্তি (ডিসেম্বর থেকে মার্চ): ২০০০ টাকা দেওয়া হবে।
  2. দ্বিতীয় কিস্তি (এপ্রিল থেকে জুলাই): ২০০০ টাকা দেওয়া হবে।
  3. তৃতীয় কিস্তি (আগস্ট থেকে নভেম্বর) ২০০০ টাকা দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী কিষান তালিকা চেক করার পদ্ধতি

প্রধানমন্ত্রী কিসান বেনেফিশিয়ারি লিস্ট একটি তালিকা যার মধ্যে সেইসব কৃষকদের নাম থাকবে যারা এই প্রকল্পের পেমেন্ট ও কিস্তি উপভোগ করতে পারবেন।

পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য PM-KISHAN এর ১৪ নম্বর কিস্তির তালিকা চেক করার পদ্ধতি নিচে দেওয়া রইল:

প্রথম ধাপ: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অফিশিয়াল ওয়েবসাইটে যান

  1. পিএম কিষান যোজনা পশ্চিমবঙ্গ বেনিফিশিয়ারি লিস্ট এর ১৪ নম্বর কিস্তি এবং স্ট্যাটাস চেক করার লিঙ্ক (pmkisan.gov.in )
  2. স্ক্রীনের ডানদিকে বেনিফিশিয়ারি লিস্ট এর উপর ক্লিক করুন।

একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। আপনাকে আপনার গ্রামের সমস্ত তথ্য দিতে বলা হবে।

দ্বিতীয় ধাপ: AADHAAR কার্ড নম্বর এন্টার করুন

  1. ড্রপডাউন লিস্ট থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করুন।
  2. তারপর সিলেক্ট করুন ডিস্ট্রিক্ট, sub-district, ব্লক।
  3. তারপর ক্লিক করুন গেট রিপোর্ট অপশনটিতে।

এরপর যে সকল কৃষক দের নাম পশ্চিমবঙ্গ কিষান যোজনা তালিকা নথিভূক্ত করা আছে তাদের নাম দিয়ে দেওয়া হবে।

আপনি আপনার নামটা লিস্ট থেকে খুঁজে নিন।

যদি কোন কারণে গ্রামের নামটি না দেওয়া থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন এর সময় আপনার গ্রামের নামটি দিয়ে দেবেন।

উপরে এই সমস্ত পদ্ধতি অনুসরণ করলেই আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৪ নম্বর কিস্তির বেনিফিশিয়ারি লিস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে।

প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪ নম্বর কিস্তি পেমেন্ট স্ট্যাটাস চেক করার পদ্ধতি

আপনি প্রধানমন্ত্রী কিষান যোজনার ১৪ নম্বর কিস্তির পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন অনলাইনে প্রধানমন্ত্রী কিষান যোজনা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে।

নিচের এই পদ্ধতিগুলো অবলম্বন করুন আপনার কিস্তি স্ট্যাটাস চেক করার জন্য,

প্রথম ধাপ: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অফিশিয়াল ওয়েবসাইটে যান

  1. প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি অফিসিয়াল ওয়েবসাইটে যান (pmkisan.gov.in)।
  2. তারপর স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনটির উপর।

একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। আপনাকে আপনার আধার কার্ড নম্বরটি দিতে বলা হবে।

দ্বিতীয় ধাপ: আধার কার্ড নম্বর ভোরে দিন

  1. আধার কার্ড নম্বর দিয়ে দেবেন
  2. তারপর ক্লিক করুন “গেট ডেটা” অপশনটির উপরে।

আপনার কিস্তি বা পেমেন্টের স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। আপনার স্ক্রিনে অন্যান্য সমস্ত তথ্য এই কিস্তির ব্যাপারে সেটিও আপনাকে দেখিয়ে দেবে।

আপনি আপনার প্রধানমন্ত্রী যোজনা স্ট্যাটাসটি আপনার অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন।

উপরের এইসব পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী কিষান যোজনার ১১ নম্বর পেমেন্ট তথা কিস্তির স্ট্যাটাস চেক করতে পারবেন।

আপনার যদি প্রধানমন্ত্রী কিষান যোজনার ই-কেওয়াইসি না হয়ে থাকে, তাহলে আপনি নিচে দেওয়া আর্টিকেলটি পরে যা সম্পূর্ণ করে নিতে পারেন।

পিএম কিষান ই-কেওয়াইসি (e-KYC) করার পদ্ধতি জানতে ক্লিক করুন


আরো কেদ্র সরকারের প্রকল্প গুলি জানুন