লকডাউন ঘোষণার পর থেকে টানা বন্ধ আছে গোটা দেশ সহ রাজ্যের সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়।
অনলাইন মাধ্যমে পড়াশোনা চালাতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে।
এর মধ্যেই মাসিক ফি বৃদ্ধির দাবী জানায় অনেক স্কুল। অভিভাবকরা অনেকদিন ধরেই বিক্ষোভে নেমেছেন অনেক বেসরকারি স্কুলের সামনে।
এমনকি তারা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লিখিত আবেদনে জানান, যাতে এই ফি বৃদ্ধির ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেন।
অবশেষে, বেসরকারি স্কুলগুলিতে ফি সমস্যা সমাধানে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার।
একটি নির্দেশিকায় তারা স্পষ্ট জানিয়েছে যে, বেসরকারি স্কুলগুলি টিউশন ফি ছাড়া অতিরিক্ত কোনো ফি নিতে পারবে না।
যদি ওই স্কুলগুলি নির্দেশিকা না মানে তবে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে রাজ্য সরকার।
নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, যেহেতু স্কুলগুলি বন্ধ, তাই পরিবহন, কম্পিউটার ল্যাব অথবা লাইব্রেরী ফি কোনোভাবেই নেওয়া চলবে না।
এও জানানো হয়েছে, যদি কোনো ছাত্র বা ছাত্রীর ফি দিতে দেরি হয়, তবে তার সমস্যার কথা মানবিকতার সাথে বিচার করতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে বহুবার রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলিকে ফি কমানোর ব্যাপারে মানবিক হওয়ার অনুরোধ করেছিল।
কিছু স্কুল ফি কমালেও অনেক স্কুলই তাদের সিদ্ধান্তে অনড় ছিল।
তাই অবশেষে এই পদক্ষেপ রাজ্যের। রাজ্যের স্কুল শিক্ষা দফতর স্পষ্ট জানিয়েছে যে, এই নির্দেশিকা অমান্য করলে স্কুলগুলোর বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023