ক্রেতা সুরক্ষা আইনের সংশোধিত রূপ এসে গেল ২০ জুলাই। এই সংশোধিত আইনের ফলে ক্রেতারা পাবেন অতিরিক্ত সুবিধা।
এই নতুন আইনে ক্রেতারা সরাসরি কাঠগোড়ায় তুলতে পারবেন কোনো সংস্থাকে, যদি প্রমাণিত হয় যে ওই নির্দিষ্ট সংস্থা ভেজাল অথবা কৃত্রিম পণ্য বিক্রি করেছে।
এমনকি সত্যতা প্রমাণে ক্ষতিপূরণও পাবেন ক্রেতা।
নতুন আইনে উল্লেখ করা হয়েছে যে, ক্রেতাদের কথা মাথায় রেখে, যাতে ক্রেতারা যে স্থান থেকে পণ্য কিনেছেন ওই স্থান থেকেই অনলাইনে রিপোর্ট করতে পারেন সেই ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
এতে ক্রেতাদের অযথা কোর্টের দ্বারস্থ হতে হবে না।
ক্রেতাদের অভিযোগ সরাসরি জেলা অথবা রাজ্য কনজিউমার কমিশনে নথিভুক্ত করা হবে।
ক্রেতারা ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন রাজ্য কনজিউমার কমিশনে।
সমস্ত তথ্য যাচাই করার পর, যদি প্রমাণিত হয় ওই ক্রেতার অভিযোগ সম্পূর্ণ সত্যি, এবং পণ্যটি ভেজাল, তবে বিক্রেতা, এবং পণ্যের প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে কমিশন।
নতুন নিয়ম অনুসারে, ভেজাল পণ্য ব্যাবহার করে যদি ক্রেতার কোনো ক্ষতি না হয়, তবে প্রস্তুতকারী সংস্থা এবং বিক্রেতাকে ১ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং ৬ মাসের জেল হবে।
যদি, ক্রেতা আহত হন, তবে জরিমানা হবে ৫ লক্ষ এবং হতে পারে ৭ বছরের জেল।
এমনকি, যদি ঐ পণ্য ব্যাবহার করার পর কোনো ব্যক্তি মারা যান, তবে ১০ লক্ষ্য টাকার জরিমানা, এবং যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো