হিউস্টন: সৌরজগতের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য। তার চারপাশে ঘুরে চলেছে ৮ টি গ্রহ এবং ৩ টি বামন গ্রহ এবং তাদের উপগ্রহ।
এই সৌরজগৎের অফুরন্ত শক্তির উৎস হলো এই সূর্য।
আমেরিকান আন্তর্জাতিক মহাকাশ বিষয়ক গবেষণা কেন্দ্র NASA ( National Aeronautics and Space Administration) বহুদিন ধরেই গবেষণা চালিয়ে আসছে সূর্য এবং তার গতি প্রকৃতি নিয়ে।
মহাকাশ ও তার সাথে সূর্যের ওপর গবেষণা চালানোর জন্য বহু স্যাটেলাইট মহাকাশযানের সাহায্যে মহাকাশে প্রেরণ করেছে নাসা।
সেই স্যাটেলাইট থেকে পাঠানো অনেক ছবিই মহাকাশ সংক্রান্ত গবেষণার নতুন দিশা দেখিয়েছে এবং আলোড়ন ফেলেছে বিজ্ঞানী মহলে।
সম্প্রতি নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে একটি ১ ঘণ্টার ভিডিও আপলোড করা হয়েছে।
[আরো পড়ুন: “চা খাবেন?” – মজাদার বাংলা বলে নেটদুনিয়ায় ভাইরাল কানাডার এক যুবক ]
ভিডিওর নাম “এ ডিকেড অফ সান”( A decade of Sun)।
১০ বছর ধরে সূর্যে টানা কি ধরনের কর্মকাণ্ড হয়েছে তা সুন্দর ভাবে দেখানো হয়েছে এই একঘন্টার ভিডিওতে। ১০ বছর অন্তর সূর্যের চৌম্বকক্ষেত্রের পরিবর্তন হয়।
সেই গোটা দশকের চৌম্বকীয় পরিবর্তনের ঘটনা এবং তার গতিবিধির পরিবর্তন দেখানো হয়েছে ১ ঘণ্টার এই ভিডিওতে।
এই ভিডিওতেই সূর্যের সবচেয়ে কাছের ছবি নিয়ে তোলপাড় বিজ্ঞানী মহল। বিজ্ঞানীদের দাবী এতো কাছের থেকে এবং এত উচ্চমানের সূর্যের ছবি আগে কখনো তোলা সম্ভব হয়নি, যদিও বুধ এবং শুক্র র পরেই পৃথিবীর স্থান।
পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করার সময় নাসার এসডিও (Solar Dynamics Observatory) উপগ্রহ সূর্যের গতিবিধি পরীক্ষা করার জন্য সূর্যের বিভিন্ন ছবি তুলেছে উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরার সাহায্যে ৪২৫ মিলিয়ন রেজোলিউশনে।
বিজ্ঞানী এবং আগ্রহীরা এখন মজে আছেন সেই ভিডিওতে।
নাসার তরফ থেকে জানানো হয়েছে এই চৌম্বকক্ষেত্রের পরিবর্তনের প্রভাব পৃথিবীর ওপর পরতে পারে আগামী দিনে। তবে কতটা প্রভাব পরবে তা এইমুহুর্তে বলতে পারছেন না বিজ্ঞানীরা।
দেখুন সেই ভিডিও:
.ভালো লাগলে অবসসই এটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো