পশ্চিম বর্ধমান: বিগত দু সপ্তাহ ধরে সারা দেশে বেড়ে চলেছে করোনা সংক্রমন। ছাড় নেই পশ্চিমবঙ্গের জেলা গুলো তেও।
এবারে পশ্চিম বর্ধমানে সক্রিয় কেস এর সংখ্যা ছাড়ালো ২,৫০০। সাথে দিনে রেকর্ড সংখক সংক্রমণ দেখা গেল।
রবিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর এর এক বুলেটিন অনুযায়ী, পশ্চিম বর্ধমানে এক দিন এ ৩৮৯ জন করোনা আক্রান্ত হয়েছে। যা শুরু থেকে আজ অবধি সর্বোচ্চ।
যার ফলে এখন এই জেলায় মোট সক্রিয় কেস এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৫৩৪।
গত বছর পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে ১২০ জন করে হচ্ছিলো। এই সপ্তাহে তা এখন ৩ গুন্।

এখনো পর্যন্ত পশ্চিম বর্ধমানে আক্রান্ত ২০,৪৮০ ব্যক্তির মধ্যে ১৭,৭৬৬ জনই সুস্থ হয়ে উঠেছেন।
এই পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৮০ জন।
পঞ্চিমবঙ্গের জেলা গুলির মধ্যে এক দিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে কোলকাতাতে, ২,১৯৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছে ১,৮৬০ জন।
পঞ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৬,৫৯,৯৭২ যার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫,৯৯,৭২১। গোটা রাজ্যে সক্রিয় কেস এর সংখ্যা ৪৯,৬৩৮।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- গাড়ি বা বাইকের ফিটনেস সার্টিফিকেট PDF ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ডাউনলোড প্রক্রিয়া ২০২৩
- RTO-তে করা আবেদনের স্টেটাস অনলাইনে কিভাবে চেক করবেন ২০২৩
- বাইক/গাড়ির নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) ডাউনলোড পদ্ধতি ২০২৩
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩