কলকাতা: করোনা পরিস্থিতি মোকাবিলায় টোকেন ব্যাবহারের বদলে স্মার্ট কার্ড ব্যাবহারে জোর দিয়েছিল কলকাতা মেট্রো।
কিন্তু স্মার্ট কার্ড রিচার্জ করার জন্য ভরসা সেই মেট্রো কাউন্টারই। সেখানেও আশঙ্কা সংক্রমণের।
এই আশঙ্কা দুর করতে স্মার্ট কার্ডের অনলাইন রিচার্জের ব্যাবস্থা শুরু করলো কলকাতা মেট্রো।
মেট্রো কতৃপক্ষের অনুমান এই ব্যাবস্থা শুরু হওয়ার পর উপকৃত হবেন সাত লক্ষেরও বেশি যাত্রী।
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড টুরিসম করপোরেশন ( আই আর সি টি সি) এর মাধ্যমে প্রথম অনলাইন রিচার্জের বন্দোবস্ত করে মেট্রো সংস্থা। কিন্তু দেখা যায় একাধিক সমস্যা।
যাত্রীরা যে মূল্যের রিচার্জ করাচ্ছিলেন তার থেকে কম মূল্যের রিচার্জ হচ্ছিলো স্মার্ট কার্ডে এবং অনেক ক্ষেত্রে সেই রিচার্জের অঙ্ক কার্ডে পৌঁছতে লাগছিল প্রচুর সময়। তাই মেট্রো কতৃপক্ষ এই ব্যাবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেন।
এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এস বি আই)।
দীর্ঘ আলাপ আলোচনার পর অনলাইন পেমেন্টের নতুন ব্যাবস্থা চালু করা হয়। এই নতুন ব্যাবস্থা চালু হওয়ায় কাউন্টার রিচার্জে যে ১০% ছাড় পাওয়া যায় তা সরাসরি যুক্ত হবে গ্রাহকদের কার্ডে।
অনলাইন রিচার্জের প্রক্রিয়াটিও যথেষ্ট সহজ।
১. প্রথমে mtp.indianrailways.gov.in এ গিয়ে অনলাইন পেমেন্ট অপশনটি বেছে নিতে হবে।
২. এরপর জানাতে হবে যাত্রীর মেট্রো কার্ড নম্বর এবং তাদের মোবাইল নম্বর।
৩. এস বি আই পেমেন্ট গেটঅ্ওয়ে মারফত মেটাতে হবে রিচার্জের টাকা।
৪. টাকা মেটানো যাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেটব্যাংকিং অথবা মোবাইল ওয়ালেট এর সাহায্যে।
৯. এরপর কার্ডটি সফরের আগে কার্ড ব্যালান্স চেকিং টার্মিনালে ঠেকলেই সম্পূর্ণ হবে রিচার্জ প্রক্রিয়া।
মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী মেট্রো ভবনে এই প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলের চিফ অপারেশন্স ম্যানেজার সাত্যকি নাথ, সিনিয়র সহ স্টেট ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার ডি এস নিরিক্ষে।
প্রাথমিকভাবে এই প্রক্রিয়া শুরু করার জন্য বাড়তি স্মার্ট কার্ডের বরাত দেওয়া হয়েছে এবং ব্যাস্ত মেট্রো স্টেশনগুলোতে স্মার্ট কার্ড রিচার্জের স্বয়ংক্রিয় যন্ত্র বসানোর ব্যাবস্থা করা হয়েছে।
মেট্রো কর্তপক্ষের দাবি এই ব্যাবস্থা চালু করার পর উপকৃত হবেন বহু যাত্রী, মেট্রো স্টেশনে লাইন দেওয়ার কোনো ঝামেলা থাকবে না এবং কমবে সংক্রমণের আশঙ্কা।
Cover Pic Credits: Tarun Samanta
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
আরো লেটেস্ট খবর পড়ুন
- Vahan NR ই-পরিষেবা পোর্টাল কিভাবে রেজিস্ট্রেশন করবেন ২০২৩
- mParivahan অ্যাপে রেজিস্টার ও লগইন করার অনলাইন পদ্ধতি 2023
- ভারতে ট্রেনের টিকিট কীভাবে বুক করবেন (রিজার্ভেশন) অনলাইনে
- UTS অ্যাপ R-Wallet-এ কীভাবে টাকা যোগ করবেন অনলাইনে 2023
- UTS-এ কীভাবে অসংরক্ষিত (লোকাল বা এক্সপ্রেস) ট্রেনের টিকিট বুক করবেন
- ভারতীয় রেলওয়ে UTS অ্যাপে রেজিস্ট্রেশন কিভাবে করবেন 2023