বিভিন্ন সময়ে, নানা অদ্ভুত পদ্ধতিতে প্যারাগ্লাইডিং করে তাক লাগিয়েছেন অনেকেই।
কিছুদিন আগে এক ব্যক্তি প্যারাসুট ছাড়াই প্যারাগ্লাইডিং করে নাম তোলেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।
কিন্তু সম্প্রতি এক টার্কিশ যুবক প্যারাগ্লাইডিংকে এক অন্য মাত্রায় নিয়ে চলে গেছেন।
হাসান কাভাল নামে ২৯ বছরের ওই টার্কিশ যুবক আদতে একজন পেশাদারী প্যারাগ্লাইডার।
তিনি সবাইকে তাক লাগিয়েছেন, সোফায় বসে টিভি দেখতে দেখতে প্যারাগ্লাইডিং করে।
হাসান কাভালের ৪.২৫ মিনিটের এই ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্মে।
৪.২৫ মিনিটের এই ভিডিওটিতে দেখা যায় হাসান কিভাবে এই প্যারাগ্লাইডিংএর প্রস্তুতি করেছন এবং তিনি এই ভিডিওতে তার প্যারাগ্লাইডিংএর মুহূর্তও বন্দী করেছেন।
সম্পূর্ণ ভাবে নিজের ওপর আস্থা রেখে নিজেকে সোফার সাথে না বেঁধেই তিনি প্যারাগ্লাইডিং করেন।
মাঝ আকাশে তিনি তার জুতোজোড়া খুলে স্লিপার পরেন, এবং এরপর তিনি পা এর ওপর পা তুলে আরাম করে দেখতে থাকেন জনপ্রিয় কার্টুন “টম এন্ড জেরী”।
সোশাল মিডয়ায তার এই ভিডিও ভাইরাল হতেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। এই অভিনব পদ্ধতিতে এর আগে কেউ কখনো প্যারাগ্লাইডিং করেননি।
সোশাল মিডিয়ায় কয়েকজন কমেন্টও করেছেন যে, যদি কেউ তাদের জিজ্ঞেস করেন যে বিশ্বের সবচেয়ে সুখকর প্যারাগ্লাইডিং এর অভিজ্ঞতা কোনটি, তবে নিঃসন্দেহে সেই শিরোনামের মুকুট উঠবে হাসান কাভালের মাথায়।
দেখুন সেই ভিডিও:
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন