সপরিবারে করোনার শিকার হলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।
তার স্বামী নিশপাল রানে করোনা আক্রান্ত হয়েছেন।
এমনকি অভিনেত্রীর বাবা, প্রখ্যাত বর্ষিয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক এবং তার স্ত্রী দীপা মল্লিকও আক্রান্ত হয়েছেন এই মারণ রোগে।
সোশাল মিডিয়ায় মিথ্যা প্রচার করার বিরুদ্ধে সব সময় থাকেন অভিনেত্রী কোয়েল মল্লিক।
তিনি সর্বদা অনুরোধ করেন সোশাল মিডিয়ায় মিথ্যা গুজব না ছড়ানোর জন্য এবং মিথ্যে খবর থেকে সাবধান হাওয়ার জন্য।
কাল বিকেল থেকেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল যে অভিনেত্রী কোয়েল মল্লিক করোনা আক্রান্ত হয়েছেন।
কিন্তু এই নিয়ে কোনো মুখ খোলেননি অভিনেত্রী নিজে।
এরপর বিকেলে সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রী নিজেই জানান যে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার বিকেল ৭ টা নাগাদ টুইট করে এই দুঃসংবাদ জানান অভিনেত্রী, এবং জানান যে তার স্বামী সহ তার বাবা এবং মা ও করোনাতে আক্রান্ত হয়েছেন।
সপরিবারে করোনা টেস্ট করান অভিনেত্রী।
তাতেই ধরা পরে তিনি এবং তার বাবা, মা সহ তার স্বামীও করোনাতে আক্রান্ত হয়েছেন।
তিনি টুইটে এও জানান যে তারা কেউই হাসপাতালে চিকিৎসাধীন নন।
আপাতত বাড়িতেই কোয়ারান্টিনে আছেন তারা।
সংবাদ সুত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।
কাল বিকেলে অভিনেত্রী টুইট করতেই উদ্বেগ প্রকাশ করেন ভক্তকুল।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট ডাউনলোড (PDF) অনলাইন প্রক্রিয়া ২০২৩
- কৃষক বন্ধু আইডি নাম্বার চেক (সার্চ) করার অনলাইন পদ্ধতি ২০২৩
- স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইন আবেদন পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২৩
- স্বাস্থ্য সাথী অনলাইন আবেদনের স্টেটাস চেক কীভাবে করবেন ২০২৩
- ভোটার আইডি-র সাথে আধার লিংক করার অনলাইন পদ্ধতি ২০২৩