Skip to content

কলকাতায় চালু হবে সাইকেল লেন – দেখে নিন কবে

coverpic

কলকাতা: কলকাতা পৌরসভার উদ্দ্যোগ এ সাইকেল লেন তৈরি হতে পারে কলকাতায়।

লকডাউন এর পরবর্তী কালে গাড়ি ঘোড়া অচল হয়ে গেছিলো প্রায়। তাই সাইকেল এর সংখ্যা ভালোই বেড়েছে।

সাইকেল লেন তৈরি করার কথা ভাবছেন পৌরসভার।

কলকাতার অনেক রাস্তা তেই সাইকেল চলা ফেরা নিষেধ আছে। কিন্তু এই কাজ কতোটা পরিমান সম্ভব এই সময় র কতটা বাস্তব রূপ দেওয়া যাবে তা নিয়ে চিন্তিত আধিকারিক রা।

দ্বাত্মীয় ভার পড়েছে KMDA র উপর যে তারা কতটা কি এগোতে পারেন এই ব্যাপারে।

কলকাতার রাস্তায় আলাদা করে কিভাবে লেন তৈরি করতে পারে তার নকশা 5 মাস এ শেষ করে সমীক্ষা জমা করবে এই সংস্থা।

KMDA সূত্রে জানা গেছে কলকাতার রাস্তায় আলাদা করে ৬০ টি রাস্তায় সাইকেল লেন করা যেতে পারে।

পরিবেশপ্রেমী ও পরিবেশবিদ দের মতে কলকাতা এক অন্যতম দূষিত শহর এর শীর্ষে তালিকায় থাকায় সাইকেল এর চাহিদা সর্বোচ্চ থাকবে, এতাই মনে করছেন পরিবেশ্ বান্ধবরা।

কলকাতার মেয়র পরিবেশ প্রেমীদের কথা ভেবে, তাদের ভাবনা চিন্তা কে সম্মান জানিয়ে KMDA এর কর্তাদের সাথে বৈঠকে বসবেন।

এখনো নকশা তৈরি করা হয়নি বলে জানিয়েছেন কর্তারা এবং বাস্তবে কিভাবে কি করবেন তা নিয়ে অনেক আলোচনার দরকার আছে।

খবর সূত্রে বলা আছে ফুটপাত কেটে সাইকেল লেন তৈরি করতে হবে।

KMC ও KMDA একত্রিত হয়ে কাজ করবেন এই প্রজেক্ট এ।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন