Skip to content

প্রতি কাজেই আসছে চরম হতাশা? আপনিও পড়তে পারেন কা`লো জাদুর কবলে। জেনে নিন বিশেষ উপসর্গ।

দেশ ও বিদেশের বিভিন্ন যাদুকরের বিখ্যাত জাদু বিদ্যা বা ইন্দ্রজাল পৃথিবীর বহু মানুষ কে মুগ্ধ করেছে। এই জাদুবিদ্যা বিজ্ঞান কে প্রতিফলিত করে, অর্থাৎ জাদুবিদ্যার আ’তুর ঘর হলো ” বিজ্ঞান”।

তবে জাদুবিদ্যার এক নেতিবাচক দিক হলো “তন্ত্র সাধনা” । অলৌকিক ও ভৌতিক শক্তি দ্বারা এই শক্তি প্রয়োগ করা হয় কোনো দু,ষ্ট , অসৎ ও মন্দ উদ্দেশ্য নিয়ে।

এই ত,ন্ত্রবিদ্যা অনেক ভয়ঙ্কর পরিস্তিতি তৈরি করে ও মানুষের জীবনে চরম দু’র্দিন নিয়ে আসতে পারে। এই তন্ত্র’সাধনা কে “কা`লো জাদু” ও বলা হয়ে থাকে।

তন্ত্র বিদ্যার বিপরীত মেরু হলো শুভ সাধনা যা পুজো , আরাধনা, ভক্তি ও ভজন দিয়ে প্রাপ্তি হয়। শুভশক্তির উৎপন্ন হয়, প্রকৃতির পাঁচ উপাদান আরাধনা করে তথা ” মাটি, অগ্নি, জল, বায়ু ও আত্মা”।

কোথায় দেখা যায় এই কা`লো জাদু ?

ভারতের বহু জায়গায় অভ্যেস করা হয় এই কালো জাদু। বিশেষ করে বাংলার ও বিহারের বহু গ্রাম অঞ্চলে এই জাদু প্রয়োগ করা হয়। এই তন্ত্র সাধনায় ভূত ও প্রেত এর আত্মার মাধ্যমে, খু`ন, আত্ম হ`ত্যা ও একসিডেন্ট এর মত দুর্ঘটনা ঘটানো যায়।

হিংসা, প্রতিশোধ এর ফলাফল কালো জাদুর উৎপন্ন। ভারতের বিভিন্ন জায়গায় এই কা`লো জাদু করা হয়। যেই মানুষেরা অপ`ঘাতে মারা গেছে বা কোনো দুর্ঘটনায় মারা গেছে তাদের আত্মা সাহায্য নিয়েই এই কাজ করা হয়। ব্যাঙ্গালোর শহরের মতো উন্নত শহর ও এই তন্ত্র সাধনা কাজে সিদ্ধহস্ত।

কি করে বুঝবেন আপনি কা`লো জাদুর শিকার?

আপনি যদি এই ভয়ঙ্কর তন্ত্র সাধনার কবলে পড়ে থাকেন তবে আপনার মধ্যে কিছু লক্ষণ দেখা যেতে পারে।

১. আপনি আপনার হাতের ও পায়ের নখের মধ্যে কিছু নীলচে আভা লক্ষ করবেন।

২. সাধারণত ঘুম না হওয়া, বা কোনো প্রকার শারীরিক দুর্বলতার কারণে চোখের নিচে কালচে ভাব লক্ষ করা যায়। তবে ঘুম ও শরীর ঠিক থাকা সত্ত্বেও চোখের তলায় কালো দাগ ও চোখের লালচে ভাব নজরে পড়লে বুঝে নেবেন আপনি কা`লো জাদুর কবলে পড়েছেন।

৩. আপনার সব কিছুর উপর ও সবার উপর এক তিক্ততা সৃষ্টি হবে। সবার প্রতি হাঁপিয়ে উঠবেন ও সব কিছুর থেকে মুক্তি চাইবেন আপনি।

৪. বাইরে বেরোলে আপনার চারিপাশে, মাথার উপর ও নিকটবর্তী জায়গায় কাকেরা ভিড় করে ও ঘিরে থাকবে আপনাকে।

৫. আপনি খুব ভয়াবহ স্বপ্ন দেখতে পারেন। স্বপ্নের মধ্যে নিজের সাংঘাতিক অপ`ঘাতে মৃ`ত্যুও দেখতে পেতে পারেন।

৬. মনশক্তি হ্রাস পাবে ,তার সাথে কোনো কাজের ইচ্ছাশক্তি ও খিদেও কমে যেতে পারে। প্রতিনিয়ত শরীরে ক্ষতি লক্ষ করতে পারবেন।

৭. আপনি যে কোনো সম্পর্কের মধ্যে ব্যবধান উপভোগ করবেন ও নিত্যনতুন নিকট মানুষের সাথে অনেক নতুন ঝামেলার সৃষ্টি হতে পারে।

৮. কোনো কাজেই আপনার সাফল্য লাভ হবেনা উপরন্তু আপনার জীবনে ক্ষয়ক্ষতির হার বৃদ্ধি পাবে।

কিভাবে মুক্তি পাবেন এই তন্ত্র বিদ্যার কবল থেকে ?

কিছু ঘরোয়া উপশমের মাধ্যমে আপনি কিছু শয়`তান ও হানিকারক কা`লো শক্তির হাত থেকে মুক্তি পেতে পারেন।

১. স্নানের সময় লবণ দিয়ে স্নান করলে শুভ ফল পাবেন।

২. একটি পাত্রের মধ্যে কালো গোলমরিচ রেখে দিতে পারেন বাড়ির বিভিন্ন কোনায়।

৩. একটি মোমবাতি কে সারারাত একটি আয়নার সামনে বসিয়ে রাখুন। মোমবাতি কে সারারাত গলতে দিন। সকালে পরে থাকা অবশিষ্ট মোম কোনো জলা জায়গায় ফেলে দিন। খেয়াল রাখবেন যাতে জ্বলতে থাকা মোমবাতি ও আয়নার মাঝখানে কেউ পারাপার না করতে পারে।

৪. Archangel Michael (ঈশ্বরএর দূত) কে আরাধনা করলে শুভ ফলপ্রদয়ায়ক হতে পারে।

৫. প্রার্থনায় নিযুক্ত করুন নিজেকে। হনুমান চালিসা, মহা মৃত্যুঞ্জয় মন্ত্র, ১০৮ টি কৃষ্ণনাম, ও কালী স্মরণ করলে ভূত, প্রেত, ডাইনী ও যেকোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়।

মানুষের মনে অন্ধকার থেকেই জাগরিত হয় এই জাদুর প্রয়োগ করার মনোভাব।

আপনি যদি দেখেন এই রকম অশুভ শক্তির চর্চা হচ্ছে কোনো জায়গায় বা কোনো অঞ্চলে এই ত`ন্ত্র বিদ্যার প্রচলন আছে, তবে আপনি কারোর কোনো বড়সর ক্ষতি হওয়ার আগেই, শীঘ্রই কোনো আইনি ব্যবস্থার সহায়তা নিয়ে এই সব কার্যকলাপ ও সেই ত`ন্ত্র সাধকের কালো ছায়া রোধ করতে পারবেন।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন