কঙ্গনা রানাউত। বলিউড এর সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে তিনি সর্বদা শীর্ষে থাকেন। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী।
বলিউডের অন্দরমহলের তিক্ত সত্য, বিতর্ক ইত্যাদি ক্ষেত্রে তার নির্ভীক মানসিকতা ও সাহসী কথাবার্তা মন কেড়েছে সকলেরই।
ইদানিং, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও মুখ খোলেন তিনি ইন্ডাস্ট্রির ভিতরের দূষণ নিয়ে। ঠিক এই কারণেই তাকে সমঝে চলেন বলিউডের নামীদামী অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালকরা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আলোড়ন তৈরি হয়েছে ইন্ডাস্ট্রিতে। সামনে এসেছে অনেক তথ্য।
দেখা গিয়েছে “নেপটিসম” এর আড়ালে লুকিয়ে পড়েছে আসল প্রতিভা।
[আরো পড়ুন: ব্যান হলো “Tiktok” – যাদের Install আছে তারা কি ব্যবহার করতে পারবে? তাদের কি হবে জেনে নিন]
এই বিষয় নিয়ে কঙ্গনা মুখ খোলার পরই “দিলওয়ালে দুলহানিয়া লে জাযেঙ্গে” খ্যাত পরিচালক করণ জোহর এবং অন্যান্য কলাকুশলীদের ওপর ক্ষেপে আছেন জনগন। এমনকি টুইটারে আনফলো করছেন এই তারকাদের।
এইরকম পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে কঙ্গনার পুরোনো এক ভিডিও। ভিডিওটি একটি আওয়ার্ড ফাংশন শোয়ের।
ভিডিওতে দেখা গেছে দুটি সেগমেন্টে অ্যাওয়ার্ড পান কঙ্গনা এবং তার জন্য তাকে স্টেজে আসার আহ্বান জানান সেই আওয়ার্ড শোয়ের সঞ্চালক করণ জোহর।
কঙ্গনা স্টেজে উঠে অ্যাওয়ার্ড গ্রহণ করেন এবং ধন্যবাদ জানান পরিচালক অনুরাগ বসু এবং অন্যান্য কলাকুশলীদের।
কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা করণকে ধন্যবাদ তো দূরের কথা উল্লেখও করেননি কঙ্গনা। কঙ্গনার এই ঘটনায় তাজ্জব নেটদুনিয়া।
স্টেজ থেকে নেমে যাওয়ার পর যদিও করণ নিজে বলেছেন কঙ্গনা তাকে ইগনোর করেছেন।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোমান সমালোচিত হয়ে চলেছেন করণ জোহর। তার মধ্যেই পুরোনো এই ভিডিও উস্কে দিয়েছে পুরোনো স্মৃতি।
কঙ্গনার এই ব্যবহার হাসির খোরাক করে তুলেছে করণ জোহরকে এমনকি দর্শকরা বাহবা জানিয়েছেন অভিনেত্রীকে।
দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও:
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
আরো লেটেস্ট খবর পড়ুন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা অনলাইন পেমেন্ট করার পদ্ধতি ২০২৩
- পশ্চিমবঙ্গ খাজনার আবেদন নম্বর অনলাইনে কীভাবে খুঁজে পাবেন
- পশ্চিমবঙ্গ জমির খাজনা দেওয়ার জন্য আবেদন পদ্ধতি অনলাইন
- আপনার ট্রাফিক চালান বা জরিমানা হয়েছে কিনা চেক করার পদ্ধতি
- ট্র্যাফিক চালান (বা জরিমানা) অনলাইনে পেমেন্ট করার পদ্ধতি
- কীভাবে অনলাইনে ট্রাফিক চালান এবং পেমেন্টের স্টেটাস চেক করবেন