Skip to content

ব্যান হলো “Tiktok” – যাদের Install আছে তারা কি ব্যবহার করতে পারবে? তাদের কি হবে জেনে নিন

চীন ভারত সীমান্তে উত্তপ্ত রণনীতি চলছে বর্তমানে। আগ্রাসী মনোভাব নিয়ে চীন ক্রমাগত লাদাখ সীমান্তে চোখ রাঙাচ্ছে।

ইতিমধ্যে ভারত- চীন সেনার মধ্যে খণ্ডযুদ্ধে মারা গেছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা।

তবে চীনের আগ্রাসী মনোভাব এর মোকাবিলা করতে ভারতও চীনের সাথে পাল্লা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র মজুত করা শুরু করেছে।

সীমান্ত অঞ্চলের আকাশে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক চপার এবং যুদ্ধবিমান সুখোই চক্কর কাটছে।

এই পরিস্থিতিতে আপামর ভারতীয় নাগরিক একটাই দাবি তুলেছেন চিনা দ্রব্য বয়কট করার জন্য। বড়ো ব্যাবসায়ী এমনকি তারকারাও চিনা দ্রব্য বয়কট করার আবেদন জানিয়েছেন।

[আরো পড়ুন: টানা ১০ বছর সবচেয়ে কাছ থেকে সূর্যের ওপর নজর রাখার পর সেই ভিডিও প্রকাশ করল NASA ]

সীমান্তে শহীদ ভারতীয় সৈনিকদের কথা ভেবে এবং সীমান্তে পাহারারত সৈনিকদের অনুরোধে চিনা পণ্য এমন কি চিনা অ্যাপ্লিকেশন ও বয়কট করেছেন দেশবাসী।

এরই মধ্যে গতকাল ভারত সরকার ৫৯ টি চিনা অ্যাপ্লিকেশন নিষিদ্ধ করেছেন ভারতে।

এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে টিকটিক একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন। তা ছাড়াও এই তালিকার মধ্যে জায়গা করে নিয়েছে UC browser, xender, shareit, CamScanner, Helo, Likee, Shein এর মত নামীদামী অ্যাপ্লিকেশন।

গোয়েন্দাদের অনুমান এই অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করলে ব্যাক্তিগত তথ্য চুরি করে নিতে পারে চিনা হ্যাকাররা।

তাদের মতে এভাবেই ক্রমাগত সাইবার যুদ্ধের দিকে এগোচ্ছে চীন। তাই সাইবার যুদ্ধ (data mining) আটকাতে এই জনপ্রিয় অ্যাপ্লিকেশন গুলিকে নিষিদ্ধ করার প্রচেষ্টা নিয়েছে ভারত সরকার।

[আরো পড়ুন: করোনা সংক্রমণ এর এবার মিষ্টি টোটকা? – রাজ্য সরকারের নতুন উদ্যোগ ]

তবে কেউ যদি এই অ্যাপলিকেশনগুলি ব্যাবহার করেন তাদের জানানো হবে যেহেতু ভারত সরকার এই অ্যাপলিকেশনগুলিকে নিষিদ্ধ করেছেন, তাই এগুলি না ব্যাবহার করাই শ্রেয়।

টিকটক খুলতে গেলেই একটি মেসেজ পপ-আপ হবে যেটি তে লেখা থাকবে যেতেতু ভারত সরকার এই অ্যাপ ব্যান করেছেন সেই জন্য টিকটক এর তরফ থেকে চেষ্টা চলছে সরকার এর সাথে কথপোকথন এর।

ভারত সরকারের নির্দেশিকা পাওয়ার পরেই প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে অনেক অ্যাপ্লিকেশন।

তবে ভবিষ্যতে এই অ্যাপগুলি প্লে স্টোর বা অ্যাপ স্টোর এ পাওয়া যাবে কিনা সেই নিয়ে পরিষ্কার করে কিছু জানায়নি ভারত সরকার।

সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন