দুর্গাপূজায় হাইকোর্টের আদেশ মেনে, বিধিনিষেধ মেনে করা হয়েছিল পুজো।
তাতে দেখা গিয়েছিল করোনা সংক্রমনের গ্রাফে ঊর্ধ্বমুখীতা কিছুটা হলেও লোপ পেয়েছিল।
এবারে, কালীপুজোতেও রাজ্যকে একই পথে হাঁটার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তার সঙ্গে সমানতালে, রাজ্যে বাজি বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করল কলকাতা হাইকোর্ট।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাটা যথেষ্ট উদ্বেগজনক।
যেহেতু, এই ভাইরাস আক্রান্তের শ্বাসযন্ত্রকে আক্রান্ত করে, তাই বাজীর ধোঁয়া আক্রান্তদের কাছে বিষতুল্য হয়ে উঠতে পারে।
আরো পড়ুন: শেষ হলো দূর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ
এই সিদ্ধান্তেই এই বছর বাজী বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে হাইকোর্ট।
আদালতের নির্দেশ অনুযায়ী, ১৫০ স্কোয়ার মিটার বা তার কম আয়তনের প্যান্ডেলে সর্বোচ্চ ১০ জন, ৩০০ স্কোয়ার মিটারের প্যান্ডেলে সসর্বোচ্চ ১৫ জন এবং ৩০০ স্কোয়ার মিটারের প্যান্ডেলে সর্বোচ্চ ৪৫ জন প্রবেশ করতে পারবেন।
হাইকোর্ট এও জানিয়েছে যে, প্যান্ডেল থেকে ৫ মিটার এলাকা হবে নো এন্ট্রি জোন। ঢাকিদের প্রবেশাধিকার থাকবে প্যান্ডেলে।
বিসর্জনে বাজনা এবং আলোকসজ্জা করা যাবে না। বিসর্জনে ঘাটে বেশি লোক ভিড় করতে পারবেন না।
শুধু কালীপুজোই নয়, সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবরে ছটপূজা প্রসঙ্গেও এদিন মন্তব্য দিয়েছে মাননীয় আদালত।
বেঞ্চের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরে নিষিদ্ধ হোক ছটপুজো।
পুজো নির্দেশ বাস্তবায়নে রাজ্যের ভূমিকা অনুকরণীয়। অসাধারণ কাজ করেছিল রাজ্য।
সুতরাং দেখার বিষয়, কালীপুজোতেও কিভাবে করোনা পরিস্থিতিকে সামাল দেয় রাজ্য সরকার।
আরো লেটেস্ট খবর পড়ুন
- ময়ূরাক্ষী এক্সপ্রেসের রুটে বড়ো বদল – দেখুন সময়সূচি
- অনলাইন দলিল নম্বর অনুসন্ধান করার সমস্ত পদ্ধতি পশ্চিমবঙ্গ ২০২২
- ৫টি অসাধারণ হিন্দু মন্দির যা ভারতের বাইরে অবস্থিত
- Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা
- দুর্গাপুর থেকে গুয়াহাটির ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মার্চ মাসেই
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রের অনলাইন আবেদন ২০২২ (নতুন পদ্ধতি)
- ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নম্বর অনলাইনে কীভাবে পাবেন ২০২২
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্রে শিশুর নাম রেজিস্ট্রেশন ২০২২
- দুর্গাপুর বিমানবন্দর থেকে দুর্গাপুর স্টেশন পর্যন্ত বাস পরিষেবা চালু