একের পর এক নতুন চমক দিচ্ছে মুকেশ আম্বানির রিলায়েন্স।
গতকাল ৪৩ তম বার্ষিক সম্মেলনে অনেক নতুন প্রকল্পের ঘোষণা করেছে রিলায়েন্স।
রিলায়েন্স জিওর ৭.৭ শতাংশ শেয়ারের বদলে ৩৩,৭৩৭ কোটি টাকা বিনিয়োগ করবে সুন্দর পিচাইয়ের গুগল।
এমনকি বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি জানিয়েছেন যে, করোনা ভ্যাকসিন আবিষ্কার হাওয়ার পরে জিও ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ভারতের প্রতি প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেবে রিলায়েন্স।
এই সম্মেলনে জানানো হয়, আগামী বছরেই ভারতে শুরু হবে 5G প্রযুক্তির ব্যবহার।
তবে এই সম্মেলনের সব থেকে বড় চমক ছিল, হলোগ্রাফিক কলিং এর মত অত্যাধুনিক প্রযুক্তির ঘোষণা।
[আরো পড়ুন: ভারতে আগামী ৫-৭ বছরে ৭৫ হাজার কোটি বিনিয়োগ করবে গুগল, জানালেন সুন্দর পিচাই ]
রিলায়েন্স জিও আনছে একটি বিশেষ চশমা, যা ফোনের সঙ্গে যুক্ত করলেই ফোনের ওপারে থাকা ব্যক্তি ফুটে উঠবে চোখের সামনে।
থ্রি–ডি প্রযুক্তির ব্যাবহারে কথা বলা যাবে সামনে থাকা ব্যাক্তির সঙ্গে, এমনটাই দাবি আম্বানি পরিবারের। এই চশমার ওজন হবে প্রায় ৭৫ গ্রাম, এবং প্রায় ২৫ টি অ্যাপ্লিকেশন সাপোর্ট করবে এই অত্যাধুনিক চশমা।
জিও-গ্লাসের আরও একটি বড় সুবিধা হল এটি অনলাইন ক্লাসে বিশেষভাবে সাহায্য করবে।
যেহেতু হাই-ডেফিনিশন 4K স্ক্রিন রয়েছে জিও-গ্লাসে তাই মনে হবে সবকিছুই চোখের সামনে রয়েছে বা ঘটছে। ফলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলিতেও সাহায্য মিলবে।
এমনকি, চিকিৎসাক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে বিপুল ভাবে কাজে লাগতে পারে এই জিও- গ্লাস।
এককথায়, একের পর এক যুগান্তকারী ঘোষণা করে দেশবাসীকে তাক লাগিয়ে দিয়েছে আম্বানির রিলায়েন্স।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩