হিন্দু ধর্মের মানুষদের মধ্যে জন্মাষ্টমী একটি প্রথাগত জনপ্রিয় উৎসব।
বলা হয় শ্রীকৃষ্ণ এই দিনে ৫০০০ হাজার বছর আগে মর্তে ভুমিষ্ট হয় ও সেই উপলক্ষে এই উৎসবপালিত হয়।
দম্ভ আর কূটনীতিবিদ এর প্রতীক, রাজা কংসের দমনের জন্য জন্ম হয় শ্রীকৃষ্ণের। বসুদেব আর দেবকীর অষ্টম সন্তান হল শ্রীকৃষ্ণ ও রাজা কংস তার সম্পর্কে মামা ছিলেন।
শ্রীকৃষ্ণ জগৎ পালক বিষ্ণুর অবতার বলে মানা হয়। শ্রীকৃষ্ণের ১২৫ বছরের জীবন কাল কে , বৃন্দাবন কাল, মথুরা কাল ও দ্বারকা লীলা কাল হিসেবে ভাগ করা হয়।
জন্মাষ্টামীর তারিখ,২০২০ ও সময়সূচি
জন্মাষ্টামী প্রতি বছর ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি তে পালন করা হয়।
এই বছর অর্থাৎ ২০২০ সালে , ১১ আগস্ট ও ১২ ই আগস্ট দুদিন এ পালন করা হবে।
অষ্টমী তিথি শুরু হবে ১১তারিখ সকাল ৯টা বেজে ছয় মিনিটে। ও এই তিথি সমাপ্তি হবে ১২ তারিখ সকালে ১১টা বেজে ১৫ মিনিটে। নিশীথ কালীন পুজোর সময় হলো ১১ তারিখ রাত্রি ১২:১০ থেকে ১২:৪৫ অবধি।
ব্রত পালনের শুভ নির্ঘন্ট
আপনি যদি ব্রত রাখেন তাহলে ১২ তারিখ ১১:১৫ এর পর সেই ব্রত ভাঙতে পারবেন।
আপনি অষ্টমী তিথি থেকে উপবাস রাখতে পারেন নবমী অবধি। পুজোর আগে ভক্তগণ সপ্তমীর দিন শেষ খেতে পারবেন।
অষ্টমীর পুজোর আগে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরে সমস্ত দেব দেবীদের প্রনাম করে তাদের নামে নিজেকে সংকল্প করে ব্রত পালন শুরু করতে হবে।দেবকি মায়ের জন্য প্রসূতি গৃহ ও মঙ্গলঘট স্থাপন করতে হবে।
তার সাথে শ্রীকৃষ্ণের বাল্য কালের ছবিতে আরাধনা ব্যবস্থা করতে হবে।
[যেকোনো চাকরির খবর পেতে আমাদের Telegram চ্যানেল টি subscribe করুন]
জন্মঅষ্টমী ব্রত পালনের নিয়ম
ব্রত চলা কালীন শুধু ফলমূল আহার করা যাবে।জন্মাষ্টামী ব্রত নবমীর দিন এ সূর্য অস্তমিত হওয়ার পর ও রোহিনী নক্ষত্র উদয় হওয়ার পরেই ভাঙা শ্রেয় ও শুভ মানা হয়।
ব্রত পালনের পর ভগবান শ্রীকৃষ্ণ কে কিছু দান করলে সুখ সমৃদ্ধি, মনকামনা ও দীর্ঘায়ু লাভ হয়।উপবাস ভাঙার পর কোনো ব্রাহ্মন কে অন্ন, বস্ত্র ও টাকা পয়সা দান করা খুবই শুভ।
এই দিনে অভুক্ত গরীবকে ফল মূল চাল উপহার ফলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ হয়।
স্বাস্ত্রবিদ রা বলেন, শ্রীকৃষ্ণ লীলার ছলে সৎভাব ও বহু গুনের প্রকাশ করেছেন।
কলিযুগে তিনিই দুষ্টের দমন করেছিলেন।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023