দুর্গাপুরে আগামী এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে IndiGo বিমান কোম্পানির আভ্যন্তরীণ বিমান পরিষেবা। প্রত্যন্ত শহর এবং স্থানগুলির মধ্যে সংযোগ স্থাপন করার উপর জোর দিয়েই শুরু হবে এই আভ্যন্তরীণ বিমান পরিষেবা।
এপ্রিল মাসের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে এই বিমান পরিষেবা। এই বিমান দুর্গাপুরে সাথে তিনটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করবে।
IndiGo কোম্পানি এবং বেঙ্গল অ্যারোট্রোপোলিস প্রোজেক্ট লিমিটেড (BAPL) যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
IndiGo তাদের সংবাদিক বৈঠকে জানিয়েছে, দিল্লি, ব্যাঙ্গালোর এবং দক্ষিণ ভারতের একটি শহর থেকে দুর্গাপুরে সরাসরি বিমান সংযোগ স্থাপন করবে।
এই বিমান পরিষেবা শুরু হবে ২২ এপ্রিল, ২০২১ এ। বিমানের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ১৩ ফেব্রুয়ারি, ২০২১ থেকে।
দুর্গাপুর শিল্পনগরী হওয়ার সুবাদে, এই বিমান পরিষেবা নিঃসন্দেহে অর্থনৈতিক ভীত আরও মজবুত করবে বলে আশা করা যায়।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো