Skip to content

সম্ভাব্য এপ্রিলেই দুর্গাপুরে শুরু IndiGo এর আভ্যন্তরীণ বিমান পরিষেবা

Andal airport

দুর্গাপুরে আগামী এপ্রিল মাসের মধ্যেই শুরু হবে IndiGo বিমান কোম্পানির আভ্যন্তরীণ বিমান পরিষেবা। প্রত্যন্ত শহর এবং স্থানগুলির মধ্যে সংযোগ স্থাপন করার উপর জোর দিয়েই শুরু হবে এই আভ্যন্তরীণ বিমান পরিষেবা।

এপ্রিল মাসের ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে এই বিমান পরিষেবা। এই বিমান দুর্গাপুরে সাথে তিনটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করবে।

IndiGo কোম্পানি এবং বেঙ্গল অ্যারোট্রোপোলিস প্রোজেক্ট লিমিটেড (BAPL) যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

IndiGo তাদের সংবাদিক বৈঠকে জানিয়েছে, দিল্লি, ব্যাঙ্গালোর এবং দক্ষিণ ভারতের একটি শহর থেকে দুর্গাপুরে সরাসরি বিমান সংযোগ স্থাপন করবে।

এই বিমান পরিষেবা শুরু হবে ২২ এপ্রিল, ২০২১ এ। বিমানের অগ্রিম টিকিট বুকিং শুরু হবে ১৩ ফেব্রুয়ারি, ২০২১ থেকে।

দুর্গাপুর শিল্পনগরী হওয়ার সুবাদে, এই বিমান পরিষেবা নিঃসন্দেহে অর্থনৈতিক ভীত আরও মজবুত করবে বলে আশা করা যায়।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন