পুনে: সম্প্রতি কালে পুনে রেলওয়ে সুরক্ষা বাহিনী লঞ্চ করেছে রোবট ক্যাপ্টেন ARJUN (always be responsible and just use to be nice)।
ভারতীয় রেলওয়ের “সেন্ট্রাল রেলওয়ে” বিভাগ করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্ক্রিনিং আর নজরদারি করার জন্যই বিশেষত এই রোবটটি এনেছে।
এই রোবট টি যাত্রীদের স্ক্রিনিং ও অসামাজিক কাজকর্ম ও দুষ্কৃতীদের উপর কড়া নজরদারি করবে।
ক্যাপ্টেন অর্জুন এর মধ্যে একটি মোশন সেন্সর, PTZ ক্যামেরা (পেন,টিলট, জুম ক্যামেরা) আর একটি ডোম ক্যামেরা লাগানো আছে।
ক্যামেরা যেকোনো সন্দেহজনক দুষ্কৃতীদের গতিবিধি ট্রাক করতে অকৃত্যিম বুদ্ধিমত্তা এলগরিদম এর ব্যবহার করা হয়।
একটি ইনবিল্ট সাইরেন, গতি ক্রিয়াশীল স্পটলাইট H-264 প্রসেসর আর রেকর্ডিং এর জন্ন্য হার্ড ডিস্ক লাগানো আছে ।
রোবটটি রেল যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করবে ও শরীরের তাপমাত্রা ডিজিটাল ডিসপ্লে প্যানেল 0.৫ সেকেন্ড এ টাইমে রেসপন্স করবে।
যদি কোনোভাবে শরীরের তাপমাত্রা প্রয়োজন এর তর্কে বেশি হয় তাহলে এই রোবট এলার্ম অন করে দেবে যথাযথ ভাবে।
ক্যাপটেন অর্জুন এর কাছে সেন্সর আধারিত স্যানিটাইযার আর মাস্ক ডিস্পেন্সার ও আছে।
আর তার ব্যাটারি ব্যাকআপ এত উন্নত যে স্টেশন চত্বর পরিষ্কার করার ক্ষমতা রাখে, আর রোবট এর চাকা খুব সহজেই সব জমিতে চালানোর উপযুক্ত।
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group