চিনা আগ্রাসনের তীব্র রোষের মুখে কিছুদিন আগেই পড়েছিল ভারত। ভারতও পিছু হটার পাত্র নয়।
লাদাখ সীমান্তে সেনা মোতায়েন করেছিল দুই পক্ষই। তবে কিছুদিন আগেই চিনা সেনা সীমান্ত থেকে পিছু হটেছে।
এই উত্তাল পরিস্থিতিতে ভারতও চীনের ৫৯ টি অ্যাপ ভারতে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
বর্তমান পরিস্থিতিতে, করোনা আবহে চীনের ওপর রুষ্ট প্রায় সকল দেশ। এবার, চীনের বিরুদ্ধে আর এক যোগ্য জবাব দিল ভারত।
ভারতের এক মহিলা দাবাড়ু চীনের প্রতিযোগীকে হারিয়ে অনলাইন স্পীড চেস চাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন।
চীনের শ্রেষ্ঠ দাবাড়ু হোউ ইফানকে হারিয়ে আপাতত ফাইনালে উঠেছেন কোনেরু হাম্পি।
হোউ ইফানকে ৫-৬ তে হারিয়েছেন তিনি। হোউ ইফানকে হারিয়ে তিনি এখন বিশ্বের ১ নম্বর মহিলা দাবাড়ুর শিরোপা অর্জন করলেন।
আরেকটি সেমিফাইনালে খেলতে চলেছেন রাশিয়ার আলেসান্দ্রা কোস্তেনিয়ুক ও ইরানের সারসাদত খাদেমলশরিয়া।
এই ম্যাচে যিনি জিতবেন তার প্রতিপক্ষে থাকবেন কোনেরু হাম্পি।
২০০৭ এ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত এই মহিলা দাবাড়ু কি সর্ব শ্রেষ্ঠত্বের খেতাব অর্জন করতে পারবেন, তা জানতেই আপাতত মুখিয়ে আছেন দাবাপ্রেমিক থেকে শুরু করে আমজনতা।
তবে ভারতীয় কন্যার এই জয়ে খুশি হয়েছেন আপামর ভারতবাসী।
Cover pic credit: Wikimedia
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- প্রতিবন্ধী শংসাপত্রের স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্র (PDF) কীভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ জন্ম শংসাপত্র সংশোধন অনলাইনে কিভাবে করবেন 2023
- রোড ট্যাক্স/রেজিস্ট্রেশন ফি পেমেন্ট রসিদ কিভাবে ডাউনলোড করবেন 2023
- পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী শংসাপত্রের আবেদন কীভাবে করবেন অনলাইনে
- ড্রাইভিং লাইসেন্স (DL) আবেদন অনলাইনে বাতিল করার পদ্ধতি 2023