Skip to content

১৭ দিনের মধ্যেই কাজে যোগ দিতে পারবেন উপসর্গহীন করোনা রোগী, স্পষ্ট নির্দেশিকা জারি ICMR এর

করোনা আবহে দেশে সংক্রমণের হার ক্রমবর্ধমান। সেই সঙ্গে পাল্লা দিয়ে দেশের অর্থনীতিও নিম্নগামী।

অনেক মানুষই এই লকডাউনে তাদের চাকরি অথবা কাজকর্ম হারিয়েছেন। মাইনে না দিতে পারার জন্য কর্মী ছাঁটাই করেছে অনেক বেসরকারি কোম্পানি।

এই পরিস্থিতিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR) একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনো করোনা আক্রান্তের যদি উপসর্গ না দেখা যায়, তবে ১৭ দিনের মধ্যে কাজে যোগ দিতে পারবেন ওই ব্যক্তি।

কোনো এক ব্যাক্তির যদি করোনা পজিটিভ রিপোর্ট আসে, তবে ওই ব্যক্তিকে সপ্তাহের পর সপ্তাহ কাজ ছাড়া থাকতে হচ্ছে।

অনেক ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত বিনা কাজে বাড়িতে থাকতে হচ্ছে ওই ব্যক্তিকে।

অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো ব্যক্তি করোনা আক্রান্ত হলে তাকে কাজ থেকে বরখাস্ত করা হচ্ছে।

এতে আর্থিক অনটনের সম্মুখীন হচ্ছেন অনেকেই। অনেকে স্পষ্ট জানিয়েছেন যে, করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলে তবেই কাজে যোগ দিতে পারবেন কোনো ব্যাক্তি।

এর ফলে কোণঠাসা হচ্ছেন সাধারণ মানুষ।

তাই, ICMR স্পষ্ট জানিয়েছে যে উপসর্গহীন করোনা আক্রান্ত ব্যাক্তির জন্য ১৭ দিনের (১০+৭) আইসোলেশনই যথেষ্ট।

এ ক্ষেত্রে উপসর্গহীন ব্যাক্তিদের প্রথম ১০ দিন হোম আইসোলেশনে থাকতে হবে, এবং পরবর্তী ৭ দিন নজর রাখতে হবে যে তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা।

যদি কোনো উপসর্গ পুনরায় না দেখা যায়, তবে ওই ব্যক্তি সম্পূর্ণ করোনা মুক্ত এবং নিশ্চিন্তে কাজে যোগ দিতে পারবেন ওই ব্যক্তি।

কিন্তু যদি পুনরায় উপসর্গ দেখা যায়, তবে আবার চিকিৎসকদের পরামর্শ নিয়ে ফের চিকিৎসা করতে হবে ওই ব্যক্তির।

ICMR এর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আমজনতা।

[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন