Skip to content

হোল্ডিং ট্যাক্স (প্রপার্টি ট্যাক্স) অনলাইনে কিভাবে পেমেন্ট করবেন

হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স এক বাড়ির মালিককে নিজের শহরের নগর নিগম কে দিতে হয়। পশ্চিমবঙ্গের প্রায় সব নগর নিগমেই অনলাইনের মাধ্যমে এই ট্যাক্স জমা দেওয়া যাই।

এই আর্টিকেলটির মাধ্যমে আপনি শিখে যাবেন পশ্চিমবঙ্গে অনলাইনে হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স কিভাবে জমা দেবেন।

তাহলে চলুন এই পদ্ধতিটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক।

হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স জমা দেওয়ার টিউটোরিয়াল ভিডিও:

ভিডিও টি দেখতে চাইলে দেখতে পারেন।

পশ্চিমবঙ্গের হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স জমা দেওয়ার পদ্ধতি

হোল্ডিং ট্যাক্স বা প্রপার্টি ট্যাক্স জমা দেওয়ার জন্য,

প্রথম ধাপ: হোল্ডিং ট্যাক্স এর ওয়েবসাইট এ যান

  1. প্রথমে, আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের হোল্ডিং ট্যাক্স এর অফিশিয়াল ওয়েবসাইটে
  2. এরপর আপনার সামনে তিনটি অপশন আসবে। এর মধ্য থেকে Property Tax Online (Citizen Entry) অপশনটিতে ক্লিক করুন।
  3. একটি Pop Up window আপনার সামনে খুলে যাবে।

দ্বিতীয় ধাপ: হোল্ডিং ট্যাক্স ডিটেলস এন্টার করুন

  1. পপ-আপ উইন্ডোতে, লিস্ট থেকে আপনার সম্পত্তির জেলা ও UBL (নগর নিগম) নির্বাচন করুন।
  2. আপনার সম্পত্তি অবস্থানের উপর ভিত্তি করে বাকি তথ্য নির্বাচন করুন।
  3. এর পর আপনার হোল্ডিং ট্যাক্স নম্বর এন্টার করুন।
  4. এর পর, ‘Proceed’ বোতামে ক্লিক করুন।

আপনার হোল্ডিং ট্যাক্স নাম্বার মনে না থাকলে তা আপনি পুরনো হোল্ডিং ট্যাক্স এর receipt এ পেয়ে যাবেন। আপনি এই নম্বর অনলাইনেও খুঁজে নিতে পারেন।

অনলাইন হোল্ডিং নম্বর খোঁজার পদ্ধতি জানতে ক্লিক করুন

তৃতীয় ধাপ: ডিটেলস verify করুন

  1. এরপর আপনার সামনে আপনার প্রপার্টির সমস্ত ডিটেলস চলে আসবে ও আপনার কত ট্যাক্স পেন্ডিং আছে তাও দেখা যাবে।
  2. নিজের সমস্ত ডিটেইলস ও ট্যাক্সের পরিমান সঠিক আছে নাকি তা যাচাই করে নিন।
  3. এরপর ‘Proceed’ বোতামে ক্লিক করুন।

চতুর্থ ধাপ: পেমেন্ট কমপ্লিট করুন

  1. এবার নির্ধারিত জায়গায় নিজের মোবাইল নম্বর ও ইমেইল এন্টার করে ‘Payment gateway’ সিলেক্ট করুন।
  2. এরপর ‘Complete Payment’ বোতামে ক্লিক করুন।
  3. এরপর, আপনাকে একটি payment gateway তে নিয়ে যাওয়া হবে।
  4. এখানে আপনি আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বা অন্য পদ্ধতি ব্যবহার করে পেমেন্ট কমপ্লিট করতে পারেন।

পঞ্চম ধাপ: রশিদ ডাউনলোড করুন

  1. পেমেন্ট কমপ্লিট করার পরে আপনাকে ফের এই ওয়েবসাইটে ফিরিয়ে আনা হবে ও আপনার payment receipt ডাউনলোড করতে বলা হবে।
  2. Download অপশনে ক্লিক করুন।
  3. আপনার payment receipt (রশিদ) ডাউনলোড হয়ে যাবে।

আপনি এই payment receipt হোল্ডিং ট্যাক্স এর ওয়েবসাইট থেকে পরেও ডাউনলোড করতে পারেন।

এই পদ্ধতি অনুসরণ করে আপনি সহজেই অনলাইনে আপনার বাড়ির হোল্ডিং ট্যাক্স জমা করতে পারবেন।


আরো রাজ্য সরকারের প্রকল্প গুলি জানুন