Skip to content

Happy Holi Wishes in Bengali | দোলযাত্রার শুভেচ্ছা বার্তা

দোলযাত্রা, বসন্ত উৎসব বা হোলি, সব কিছুই পালন করা হয় এই বসন্ত মাসে।

বসন্ত মানেই যেমন হালকা ঠান্ডা, হালকা গরম। আবার বসন্ত মানেই

'বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা,
কারা যে ডাকিল পিছে,
বসন্ত এসে গেছে ।'
আর দোল মানেই,
'রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে
একি তব হরি খেলা
তুমি যে ফাগুন রঙেরও আগুন
তুমি যে রসেরও ধারা
তোমার মাধুরী তোমার মদিরা
করে মোরে দিশাহারা'।

বসন্ত মানেই বাঙালির আবেগ প্রবণ অনুষ্ঠান দোল, আর দোল মানেই বাঙালির ইমোশন, বাঙালীর আবেগ, বাঙালীর অনুভূতি‌, আর দোলের পর রয়েছে হোলি, হোলি হল বাঙালীর মজার দিন।

দোল যেমন বাঙালীর মনে প্রেমের সঞ্চার ঘটায়, হোলি হল মানুষের মজার দিন। অশুভ শক্তির বিনাশ। শুধু বাঙালী নয় বিশ্ববাসীও এই আনন্দে সামিল হন।

হোলি উৎসব পালন করা হয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সুরিনাম, গায়ানা, ত্রিনিদাদ ও টোবাগো, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মরিশাস, ফিজি ইত‍্যাদি জায়গায়।

এই দোল/ হোলি উৎসবে, আমরা হয়ত সবসময় একে অপরকে রঙ মাখাতে পারিনা, মিলিত হতে পারি না, তাই আমরা দূর থেকে ফোনের মাধ‍্যমে শুভেচ্ছা জানায়‌।

তাহলে চলুন হোলি, দোল উৎসব বা বসন্ত উৎসবের কিছু শুভেচ্ছা বার্তা দেখে নেওয়া যাক।

দোল, বসন্ত উৎসব বা হোলির কিছু শুভেচ্ছা বার্তা

দোল, বসন্ত উৎসব বা হোলি উৎসবের কিছু শুভেচ্ছা বার্তা বা মেসেজ নিচে দেওয়া রইলো,

১. “জীবনে লাগুক বসন্তের পরশ

জীবনে লাগুক বসন্তের পরশ, জীবনটা ভরে উঠুক আবির এর রঙে, জীবনটা হোক বর্ণময়। এই দোল পূর্ণিমার শুভ দিনে এই প্রাথর্না করি।

২. “রাঙিয়ে দিয়ে যাও

''রাঙিয়ে দিয়ে যাও যাও যাও গো এবার যাবার আগে তোমার আপন রাগে, তোমার গোপন রাগে, রাঙিয়ে দিয়ে যাও।" - শুভ দোলযাত্রা প্রিয়।

৩. “শুভ দোলযাত্রা ও হোলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন

শুভ দোলযাত্রা ও হোলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন, এই দোলের পরশে জীবনের ছন্দ, সুর, জীবনের প্রাণ সব কিছু ভরে উঠুক আবিরের রঙে, রঙে রাঙা হোক জীবন। জীবনের সব সাদা কালো মুছে সেগুলো হয়ে উঠুক রঙিন।

৪. “এবারে দোলের খেলায় মাতবো”

এবারে দোলের খেলায় মাতবো –
পিচকারিতে নতুন রং মাখবো !
যে রঙে জীবন হবে নতুন –
এ জীবন সেই রঙেই রাঙাবো ! 
- সকলকে জানায় শুভ দোলযাত্রা ও হোলির আন্তরিক অভিনন্দন।

৫. “এই শুভ দোলযাত্রায় রাঙিয়ে তুলুন আপনার জীবনকে”

সাদা কালো জীবনটাকে পরাই রঙ্গের সাজ, রঙের সাজে সেজে জীবনটা হয়ে উঠুক চিরনবীন, চির নতুন, চির বসন্ত।
এই শুভ দোলযাত্রায় রাঙিয়ে তুলুন আপনার জীবনকে। সকলকে জানায় শুভ দোলযাত্রা ও হোলির রঙিন শুভেচ্ছা।

৬. “কলকে জানায় দোল পূর্ণিমার শুভেচ্ছা ও হ‍্যাপি হোলি”

“রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে
রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে
নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল
দ্বার খোল দ্বার খোল“
- সকলকে জানায় দোল পূর্ণিমার শুভেচ্ছা ও হ‍্যাপি হোলি।

৭. “দোলযাত্রা ও হোলির একরাশ শুভেচ্ছা”

"বসন ভূষণ ফেললো খুলে, দে দোল দে দোদুল দুলে, কর লালে লাল কালার কালো আবির হাসির টিটকিরিতে।"
- দোলযাত্রা ও হোলির একরাশ শুভেচ্ছা, এই রঙের উৎসবে সবার জীবন কাটুক আনন্দে।

৮. “দোলের এই শুভ দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল”

রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস -
যেন চল-চঞ্চল নব পল্লবদল  মর্মরে মোর মনে মনে। 
- দোলের এই শুভ দিনে অনেক অনেক শুভেচ্ছা রইল।

৯. “২০২২ এর দোল এবং হোলি খুব ভালো কাটুক”

আকাশে আজ রঙের খেলা মনে মেঘের ভেলা,
হারালো সুর, হারালো গান
ফুরালো যে বেলা
আমার মনে মেঘের মেলা।
- ২০২২ এর দোল এবং হোলি খুব ভালো কাটুক।

১০. “Happy Holi”

দোলের রঙ তোমার জীবনে আনন্দ ও উল্লাস নিয়ে আসুক। লাল আবীরে হোক তোমার জীবনের সমৃদ্ধি। হলুদ আবীরে হোক তোমার সুস্বাস্থ্যের আশীর্বাদ। এভাবেই এবারের দোল যাত্রা হয়ে উঠুক বর্ণময়।
- Happy holi

এই ছিল কিছু দোলযাত্রার শুভেচ্ছা বার্তা যা আপনি আপনার পরিবার, বন্ধু বান্ধব, বা অফিস এর কলিগ দেড় পাঠাতে পারেন ও হোলি বা বসন্ত উৎসবের শুভ কামনা দিতে পারেন।