Skip to content
Railway new decision face mask dispenser

যাত্রী দের সুরক্ষার কথা মাথায় রেখে এক নতুন সিদ্ধান্ত রেলওয়ে মন্ত্রকের

দীর্ঘ 3 মাস লকডাউনের পর unlock 1 এর সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

যান চলা চল স্বাভাবিক করতে ইতিমধ্যেই অনেক রাজ্যের রাস্তায় নেমেছে বহু সরকারি এবং বেসরকারি বাস।

যাত্রী রেল পরিষেবা সেভাবে এখনো অব্দি চালু করেনি কেন্দ্র মন্ত্রক।

তবে জানা গাছে কিছু রাজ্য যেমন ওড়িশা আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করতে চলেছে।

বিহার রাজ্যেও আন্তঃরাজ্য রেল পরিষেবা শুরু করার কথা ভাবছে বিহার সরকার।

যাত্রী দের সুরক্ষার কথা মাথায় রেখে বিহারের পাটনা স্টেশনে বসানো হয়েছে ফেস মাস্ক এবং হ্যান্ড সানিটাইজার বন্টনকারী মেশিন।

ইন্ডিয়ান রেলওয়ে tweet করে জানান কোনো যাত্রী যদি ফেস মাস্ক এবং হ্যান্ড সানিটাইজার আনতে ভুলে যান, এই মেশিন গুলোর মাধ্যমে তা সংগ্রহ করে নিতে পারবেন তারা।

এর ফলে যাত্রীরা অনেকটা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

আসা করা হচ্ছে ভবিষ্যতে অনেক স্টেশনেই মিলবে এই পরিষেবা।

যাত্রীদের সংক্রমণ থেকে বাঁচাতে ফেস মাস্ক এবং হ্যান্ড সানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করেছেন কেন্দ্র সরকার।

এছাড়াও বেশ কিছু সরকারি নির্দেশিকা মেনে তবেই ট্রেনে সফর করতে পারবেন যাত্রীরা।

টিকিট বুকিং থেকে ট্রেনে যাত্রা সমস্ত সময় সামাজিক দূরত্ব রেখে চলতে হবে যাত্রীদের।

যাত্রীদের ট্রেন ছাড়ার প্রায় 90 মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হবে।

কনফর্মেশন টিকিট ছাড়া কোন যাত্রীকে প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি দেওয়া হবে না বলে জনিয়াছে রেলওয়ে মন্ত্রক।

যাত্রীরা রেলের টিকিট অফিশিয়াল ওয়েবসাইট ছাড়াও টিকিট কাউন্টার থেকেও বুকিং করতে পারবেন।