Skip to content

মোট ১৫৬ টি শিক্ষানবিশ পদে নিয়োগ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের

ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) মোট ১৫৬ টি শূন্যপদে শিক্ষানবিশ পদের জন্য যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিদের আবেদন জানাচ্ছে।

মোট পদ সংখ্যা:- ১৫৬

ভাতা প্রাপ্ত শিক্ষানবিশ-I (গ্রুপ B)

মেকানিক্যাল:- ১৩ পদ

ইলেকট্রিক্যাল:- ০৬ পদ

কেমিক্যাল:- ০৭ পদ

সিভিল:- ১৩ পদ

ইলেকট্রনিক্স:- ০৩ পদ

ইন্সট্রুমেন্টেশন:- ০৪ পদ

কেমিস্ট্রি:- ০৪ পদ

ভাতা প্রাপ্ত শিক্ষানবিশ-II (গ্রুপ C)

প্লান্ট অপারেটর:- ১৫ পদ

ফিটার:- ৪৫ পদ

এসি মেকানিক:- ০১ পদ

ওয়েল্ডার:- ০৫ পদ

ইলেকট্রিশিয়ান:- ০৬ পদ

ইলেকট্রনিক্ মেকানিক্:- ১৩ পদ

ওয়েল্ডার (GMAW & GTAW):- ০১ পদ

মেকানিক ডিজেল:- ০৩ পদ

মেকানিস্ট গ্রাইন্ডার:- ০২ পদ

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট:- ০১ পদ

কর্মস্থান:- ভারতের বিভিন্ন শহর

আবেদন পদ্ধতি:- অনলাইনের মাধ্যমে যোগ্য এবং ইচ্ছুক ব্যক্তিরা পদের জন্য আবেদন করতে পারেন।

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে নিচে দেওয়া তথ্যের উপর চোখ রাখুন।

শিক্ষাগত যোগ্যতা:- Diploma, HSC/SSC/ITI/NAC. পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা জানার জন্য বিশদ বিজ্ঞাপন দেখুন।

মাসিক বেতন:- ₹১০,৫০০-₹১৮,০০০/-

নির্বাচন পদ্ধতি:-  যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে আবেদনকারীদের ট্রেনিং দেওয়া হবে। পরীক্ষার সঠিক তারিখ, স্থান এবং সময় আবেদনকারীদের জানিয়ে দেওয়া হবে, অথবা সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইট পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি:- যোগ্য এবং ইচ্ছুক আবেদনকারীরা, নিম্নে প্রদত্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইট:- https://recruit.barc.gov.in

অনলাইনে আবেদন এর সূচনা:- ১৫/১২/২০২০

অনলাইন আবেদনের সর্বশেষ তারিখ:- ৩১/০১/২০২১

এই চাকরির নিয়োগের ব্যাপারে বিশদে জানতে চোখ রাখুন ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার (BARC) -এর অফিশিয়াল ওয়েবসাইটে।


[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]

আরো লেটেস্ট খবর পড়ুন