দুর্গাপুর: ফের দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর এক নতুন দুর্ঘটনা।
শুক্রবার রাত ৮টা ৩০ নাগাদ গ্যাস ক্লিনিং প্ল্যান্টে আচমকাই কার্বন মনোক্সাইড যুক্ত ব্লাস্ট ফার্নেস গ্যাস লিক করাই অসুস্থ হয়ে পড়েন ১০ জন কর্মী। জানা গিয়াছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে অসুস্থ হয়ে পড়া এই দশজনের মধ্যে একজন আধিকারিক, সাতজন স্থায়ী কর্মী ও বাকি দুজন ঠিকা কর্মী।
শুক্রবার রাতে কাজ করার সময় আচমকাই গ্যাস লিক হয় গ্যাস ক্লিনিং প্ল্যান্টে। সেই গ্যাসে সেকানে কাজ করা ৬-৭ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন, তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরো ৪ জন।
প্ল্যান্ট মেডিক্যালে খবর দেওয়া হলে সেখান থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অসুস্থ দশজনকে উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর নয়জনকে ছেড়ে দেওয়া হলেও মেঘনাথ মন্ডল নামে একজন কর্মীর অবস্থা গুরুতর হয়ে পড়ায় তাঁকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়।
কারখানায় ফের দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ কর্মীরা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো