দুর্গাপুর: ফের দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর এক নতুন দুর্ঘটনা।
শুক্রবার রাত ৮টা ৩০ নাগাদ গ্যাস ক্লিনিং প্ল্যান্টে আচমকাই কার্বন মনোক্সাইড যুক্ত ব্লাস্ট ফার্নেস গ্যাস লিক করাই অসুস্থ হয়ে পড়েন ১০ জন কর্মী। জানা গিয়াছে এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে অসুস্থ হয়ে পড়া এই দশজনের মধ্যে একজন আধিকারিক, সাতজন স্থায়ী কর্মী ও বাকি দুজন ঠিকা কর্মী।
শুক্রবার রাতে কাজ করার সময় আচমকাই গ্যাস লিক হয় গ্যাস ক্লিনিং প্ল্যান্টে। সেই গ্যাসে সেকানে কাজ করা ৬-৭ জন কর্মী অসুস্থ হয়ে পড়েন, তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আরো ৪ জন।
প্ল্যান্ট মেডিক্যালে খবর দেওয়া হলে সেখান থেকে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। অসুস্থ দশজনকে উদ্ধার করে প্রথমে প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর নয়জনকে ছেড়ে দেওয়া হলেও মেঘনাথ মন্ডল নামে একজন কর্মীর অবস্থা গুরুতর হয়ে পড়ায় তাঁকে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়।
কারখানায় ফের দুর্ঘটনা ঘটায় ক্ষুব্ধ কর্মীরা।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন অনলাইনে কীভাবে করবেন ২০২৩
- ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার অনলাইন প্রক্রিয়া 2023
- পশ্চিমবঙ্গ ভোটার তালিকা ২০২৩-এ আপনার নাম চেক করার পদ্ধতি
- পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট ২০২৩ (PDF) ডাউনলোড করার পদ্ধতি
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- আধার ব্যাঙ্ক লিঙ্ক স্ট্যাটাস চেক করার অনলাইন পদ্ধতি ২০২৩