ফুচকা শব্দের সঙ্গে বাঙালির সম্পর্ক ওতপ্রোত।
ফুচকা ভালোবাসে না এরকম মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। নানা স্বাদে, নানা রূপে ফুচকা স্বাদে ভরিয়ে রেখেছে আপামর বাঙালিকে।
শাল পাতায় মোড়া, তেতুঁল জলের স্বাদে ভরপুর এই ফুচকার স্বাদে মজতে চেয়েছে আবালবৃদ্ধবনিতা।
ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে, বিভিন্ন নামে পাওয়া যায় এই ফুচকা।
কোথাও নাম তার গোলগাপ্পা বা কোথাও আবার তার নাম পানিপুরী। মুম্বাইতে জনপ্রিয় স্ট্রিট ফুডের তকমাও পেয়েছে এই পানিপুরি।
তবে ফুচকা বিক্রির এক অভিনব পদ্ধতি সাড়া ফেলেছে নেটদুনিয়ায়।
এসে গেছে ফুচকা বিক্রির অভিনব এটিএম মেশিন।
তবে এই মেশিনে করা যাবে না অতিরিক্ত তেতুঁল জল বা অতিরিক্ত ফুচকা চেয়ে নেওয়ার আবদার।
নির্দিষ্ট টাকা এই মেশিনে ঢোকালে পাওয়া যাবে নির্দিষ্ট সংখ্যক ফুচকা।
নতুন এই মেশিনে ফুচকা বানাতে প্রয়োজন লাগবে না কোনো হাতের ছোঁযার। সুতরাং থাকবে না কোনো সংক্রমণের আশঙ্কাও।
বর্তমান করোনা পরিস্থিতিতে ক্রেতাদের সুরক্ষার দিক সামলে তাদের রসনা তৃপ্তিতে কোনো বাধা থাকবে না এই নতুন মেশিনের সাহায্যে।
এমনকি সহজে sanitize করা যায় মেশিনটিকে।
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ভারতেই তৈরি হয়েছে এই মেশিনটি।
তবে ভারতের কোথায় বসানো হবে ফুচকার এই এটিএম মেশিন সেই ব্যাপারে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
আপাতত এই মেশিনের ভিডিও ভাইরাল হয়েছে টুইটারে আর সেখানেই মজেছেন আপামর ফুচকা প্রেমীরা।
দেখুন সেই ভিডিও:
সমস্ত লেটেস্ট খবর আপনার Telegran এ পেতে Join করুন আমাদের Telegram Group
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- ড্রাইভিং লাইসেন্স (DL) টেস্ট স্লট বুকিং করার অনলাইন পদ্ধতি 2023
- আধার বায়োমেট্রিক্স Lock এবং Unlock অনলাইন কিভাবে করবেন 2023
- কিভাবে আধার ভার্চুয়াল আইডি (VID) পুনরুদ্ধার বা সন্ধান করবেন
- আধার কার্ড ভার্চুয়াল আইডি (VID) কিভাবে জেনারেট করবেন 2023
- ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ (DOB) কীভাবে পরিবর্তন করবেন 2023
- আধার আপডেট আবেদন বাতিল করার অনলাইন পদ্ধতি 2023