ডেলিভারি বয়দের ভুল ঠিকানায় অনলাইনে অর্ডার করা পণ্য পাঠানো নতুন কোনো ব্যাপার নয়, হামেশাই লেগে থাকে এই ধরনের ঘটনা।
কিছুদিন আগে এক ব্যক্তি বডি লোশনের বদলে পেয়েছিলেন দামী ইয়ার বাড।
আবার অনেকেই দামী মোবাইল অর্ডার দিয়ে পেয়েছেন অন্যান্য সামগ্রী। রাজস্থানের কোটায় এরকমই এক ব্যক্তির ঘটনায় হাসির রোল উঠেছে সোশাল মিডিয়ায়।
এক ব্যক্তি ফ্লিপকার্টে পণ্য অর্ডার করেন। ডেলিভারি বয় রাজস্থানের কোটায় সেই পণ্যের ডেলিভারি দিতে যান যখন, তার চোখ কপালে ওঠে ঠিকানা দেখে।
ঠিকানার জায়গায় লেখা “৪৪৮ ছট মাতা মন্দির, মন্দিরের সামনে এসে ফোন করবেন, আমি এসে যাবো”। ডেলিভারি কোম্পানির সিইও, মঞ্জেশ পণ্ডিতরাও প্রথম সেই ঠিকানা সহ প্যাকেটের ছবি পোস্ট করেন টুইটারে।
এর পরেই নিমেষে ভাইরাল হয় সেই পোস্ট। ফ্লিপকার্ট তাদের অফিসিয়াল টুইটার পেজে রিটুইট করে সেই একই পোস্ট।
সেই টুইটের শিরোনামে ফ্লিপকার্ট মজা করে লেখে এই ব্যক্তি “প্রতি ঘরই একটি মন্দির” এই প্রবাদবাক্যকে এক অন্য পর্যায়ে নিয়ে গেছেন।
এই টুইট দেখে হাসির রোল উঠেছে সোশাল মিডিয়ায়। রীতিমত ভাইরাল হয়ে গেছে এই পোস্ট।
নেটিজেনরা ওই ব্যক্তির কৌতুক এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বাহবা জানিয়েছেন ওই যুবককে।
[ Facebook এ update পেতে লাইক করুন আমাদের page ]
আরো লেটেস্ট খবর পড়ুন
- কল্পতরু মেলা (দুর্গাপুর) ২০২৪ – তারিখ, সময় এবং ইতিহাস
- শুরু হতে চলেছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস – জেনে নিন সময়সূচি
- দুর্গাপুর থেকে জয়পুর ও পাটনা ফ্লাইট পরিষেবা শুরু হচ্ছে মে মাসেই
- দুর্গাপুর স্টিল টাউনশিপের বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার বিজ্ঞপ্তি
- সিউড়ি-অন্ডাল-শিয়ালদহ রুটে নতুন ট্রেন চালু হচ্ছে ১ আগস্ট থেকে
- দুর্গাপুরে নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্টের (IXP) চালু করা হলো